আমাদের কথা খুঁজে নিন

   

আমার জীবন বইময়। স্মৃতিচারন

Click This Link স্কুল জীবনটা আমার কেটেছিল গভির আনন্দে। এখনও অবসরে সেই সব দিনগুলি চোখের পাতায় ভেসে উঠে। ঐবয়সে আমার শরীরটা বেশ স্থুল ছিল। তাই খেলাধুলায় আমায় নিতে সহপাটিদের তেমন আগ্রহ ছিলনা। অবশ্য এ নিয়ে আমারও তেমন হতাসা ছিলনা।

কেননা আমার একজন ভাল বন্ধু ছিল। যার মাঝে ডুব দিলে আমি পৃথীবি ভুলে যেতাম। সেই বন্ধুর নাম হল বই। গল্প কবিতা প্রবন্ধ সব ধরনের বই পড়তাম। তবে বেশি ভাললাগত রোমানা আফাজের দুশ্যবনহুর, মাসুদ রানা সিরিজ সহ গোয়ন্দা গল্প।

পড়তাম উম্মাদ যায়যায়দিন সহ আরো অনেক পত্রিকা। অজঁপাড়া গায়ে জন্মেছিলাম। সাড়ে তিন মাইল মাটির রাস্তা পায়ে হেটে স্কুলে যেতে হত। সেই ক্লান্তি ভুলতে বই পড়তাম। নানা ধরনের সেই বই আমার চিন্তার জগতে ব্যাপক প্রভাব ফেলতো।

ইতিহাস সমাজ রাজনীতি নিয়ে আমার জানার আগ্রহ প্রতি মুর্হূতে বাড়তে ছিল। তাই অন্যদের চেয়ে আমি এগিয়ে ছিলাম। তবে আমার তেমন বন্ধু-বান্ধব ছিলনা। অর্থনৈতিক সিমাবদ্ধতার কারনে সব সময় নতুন বই-পত্রিকা কেনা সম্ভব হতনা। পুরানো বই পত্রিকা কেজি দরে ভাঙারী দোকান থেকে ক্রয় করতাম।

ময়লা পুরাতন ছেড়া-ফাটা বইগুলো আবার আঠা আর সুতা দিয়ে বাধাই করতাম। বই কখনো পুরাতন হয়না। ভাললাগা বই কতবার যে পড়েছি! বই পড়তে গিয়ে প্রায়ই গল্পের নায়কের সাথে নিজেকে গুলিয়ে ফেলতাম। ভাললেগে যেত লেখকের বর্ননায় সুন্দরী নায়িকাদের। দশম শ্রেনীতে পড়ার সময় তাই প্রেমে পড়েছিলাম এক কাজিনের।

আমার সেই কিশোর প্রেম বাথ্য হয়েছিল। তার প্রতারনায় মুষরে পড়েছিলাম। কিন্তু আমাকে বাচিয়ে দিয়েছিল বই। দুঃখ ভুলতে এখনো তাই বইকেই খুজে নেই আমি। কিন্তু অবাক হই, যখন দেখি বর্তমান কিশোর কিশোরী যুবক যুবতীদের বই পড়ায় কোন আগ্রহ নেই।

টিভি মোবাইল ইন্টারনেট আর ভিডিওগেমে আসক্ত হয়ে পড়ছে সবাই। হায় ভার্চুয়াল পৃথীবি! ছাপার অক্ষর গুলো হারিয়ে যাচ্ছে প্রতিদিন। বছরের একবার একুশে বইমেলা ছাড়া আমাদের সমাজের মানুষগুলো বই ছুয়েও দেখছেনা। হারানো স্কুল জীবনের দুরন্ত দিন গুলির স্মৃতিরোমান্থন করতে গিয়ে মনে পড়ে ছায়ার ঠিকানা পাঠাগার নামে সেই বয়সে একটি পারিবারিক পাঠাগারও গড়ে তুলে ছিলাম। জোর করে কতজনকে যে পাঠক বানিয়ে ছিলাম।

মজার ব্যাপার হল অনেকেই বই পড়ার চেয়ে বই চুরি করার ব্যাপারে বেশি আগ্রহী ছিল, তাই কত বইযে হারিয়েছি! বইর নেশায় এত বিভোর ছিলাম যে অন্য কিছুর নেশায় পড়িনি। আমার বউ এখন অভিযোগ করে বলে তুমি আমার চেয়ে বইকেই বেশি ভালবাস! অফিসের ডেস্কেও বইর স্তুব। আমার জীবন বইময়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.