আমাদের কথা খুঁজে নিন

   

কাপাসিয়ায় কবর থেকে কংকাল চুরি

দাফন করার চার মাস পর ১৩ সেপ্টেম্বর গভীর রাতে কবর থেকে একটি লাশের কংকাল চুরি করে নিয়ে গেছে একদল দুস্কৃতকারী। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের ছেলদিয়া গ্রামে। বজ্রপাতে মৃত ব্যক্তি ওই গ্রামের মোমতাজ উদ্দিনের ছেলে দরিদ্র কৃষক মোস্তফা (৩০) গত জুন মাসে লিচু উঠানোর সময় বজ্রপাতে নিহত হয়। মৃতের চাচাতো ভাই আজিজুল ইসলাম জানিয়েছেন, ২৫/৩০ জনের একটি অস্ত্রধারী দল গভীর রাতে কবর থেকে লাশ উঠানোর সময় আশে পাশের মানুষজন টের পেলে তাদের বাধা দিলেও অস্ত্রের ভয়ে থেমে যায়। কবরের পাশে নানান ধরনের রাসায়নিক সামগ্রী পাওয়া গেছে।

কথিত আছে বজ্রপাতে নিহত লাশের কংকাল অনেক দামী। এই নিয়ে গুজব রয়েছে একই গ্রামের রাশিদ ও ছোবান ওই কংকাল চুরিতে বড় অংকের টাকার বিনিময়ে সহযোগিতা করেছে। বর্তমানে উভয়ে পলাতক রয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার বজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছেন। কিন্ত কেউ কোন ব্যবস্থা গ্রহণ করেনি, এমনকি ঘটনাস্থলও পরিদর্শন করেনি।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিয়ে জিডি করার পরামর্শ দিয়েছিলেন। ওই এলাকার বাসিন্দারা দুস্কর্মের জন্য মারাত্বক ক্ষোভ প্রকাশ করেছেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।