গাজীপুরের কাপাসিয়ায় হিন্দু সম্প্রদায়ের এক বাড়ির খড়েরপাড়ে রাতের আধারে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভাকোয়াদী মালিবাড়ি এলকায় ঘটে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতংক বিরাজ করছে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে ভাকোয়াদী মালিবাড়ি এলাকার সুমন্ত চন্দ্র দাসের বাড়ির আঙ্গিনায় থাকা খড়েরপাড়ে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে এলাকাবাসি দৌড়ে ছুটে এসে আগুন নেভানোর চষ্টো করে।
সুমন্ত চন্দ্র দাস বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মালিবাড়ি এলাকার সকল হিন্দু লোক ভোট দিতে গেলেও আমি যাইনি। এ কারনেই হয়তো দুর্বৃত্তরা নির্বাচনের পরের দিন আমার লাউ সবজি বাগানে হামলা করে ৩০-৩৫টি গাছ কেটে ফেলে। এখন আবার আমার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৪নং ওয়ার্ড যুবদল সভাপতি সাইফুল ইসলাম টিপু ভূইয়া জানান, সুমন্ত চন্দ্র দাস ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সদস্য।
এব্যাপারে চাঁদপুর ইউনিয়নের ভাকোয়াদী এলাকার মেম্বার সেলিম খান বাংলাদেশ প্রতিদিনকে জানান, রাতের আধারে কে বা কারা আগুন দিয়েছে।
খবর পেয়ে ঘনটাস্থলে গিয়ে এর সত্যতা পেয়েছি।
এব্যাপারে চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হিন্দু মানুষ তো আওয়ামী লীগ করে জানি। কিন্তু সে কোত্থেকে আবার বিএনপি করে।
কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে জানান।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।