আমাদের কথা খুঁজে নিন

   

কাপাসিয়ায় ডাকাতি, ৫০০ ভরি সোনাসহ ৫ লাখ টাকা লুট



গাজীপুরের কাপাসিয়া বাজারে আজ শনিবার ভোরে একটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতেরা দোকানের তালা ভেঙে ৫০০ ভরি স্বর্ণালংকার, নগদ পাঁচ লাখ টাকা ও দুটি সিন্দুক লুট করেছে। পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দোকানের দুজন কর্মচারীকে আটক করেছে। দোকানের মালিক স্বপন ভৌমিক জানান, আজ ভোর পাঁচটার দিকে ১৫-২০ জন ডাকাত কাপাসিয়া বাজারের মণিহার জুয়েলার্সের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা দোকানের কর্মচারী হরেশ ও সুবলের হাত, পা ও মুখ বেঁধে ফেলে এবং দোকানের দুটি সিন্দুকের তালা ভেঙে সিন্দুকসহ ৫০০ ভরি স্বর্ণালংকার ও নগদ পাঁচ লাখ টাকা লুটে নেয়।

ঘটনার কিছুক্ষণ পর দোকানের কর্মচারীদের চিত্কারে আশপাশের লোকজন এসে তাঁদের হাত, পা ও মুখের বাঁধন খুলে দেয়। পুলিশ ও এলাকাবাসী ডাকাতদের পিছু নিয়ে কাপাসিয়ার বলখেলা বাজার থেকে একটি এবং সদর উপজেলার হাড়িনাল এলাকা থেকে আরেকটি খালি সিন্দুক উদ্ধার করে। এ সময় দুর্বৃত্তদের ব্যবহূত তালা ভাঙার যন্ত্রপাতিও উদ্ধার করা হয়। দোকানের মালিক স্বপন ভৌমিক আরও জানান, লুণ্ঠিত স্বর্ণালংকারের মধ্যে ৪০০ ভরি তাঁর নিজের এবং ১০০ ভরি এলাকার বিভিন্ন লোকজন তাঁর কাছে গচ্ছিত রেখেছিলেন। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য ওই দোকানের কর্মচারী হরেশ ও সুবলকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।