শহীদের খুন লেগে, কিশোর তোমার দুই হাতে দুই, সূর্য উঠেছে জেগে। -------হাসান হাফিজ প্রথম আলো আজ ‘স্কুলপড়ুয়াদের যাতায়াত বাড়ছে যৌনপল্লিতে’ শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে। সেখানে অনেকে কমেন্টস করেছে। নিউজটা দেখে আমার বেশ কয়েকদিন আগে "চাঁদপুরের চাঁদ" নামের এক নতুন ব্লগারের একটি পোস্টের কথা মনে পড়ে যায়। আমি তৎক্ষনাৎ সেই পোস্টে ( পাঠ্যবইয়ে পর্ণোগ্রাফি>>(অবশ্যই পড়ুন) গিয়ে সেখানকার কিছু লেখা কপি করে প্রথম আলোর ওই নিউজে মন্তব্য করি।
নিম্নে আমার মন্তব্যটি দেয়া হলঃ
অষ্টম শ্রেণী পড়ুয়া এক স্টুডেন্ট আমাকে একটা প্রশ্ন করলো।
প্রশ্নটা হচ্ছে, "ব্লুফিল্ম কি?"
আমি বললাম, তুমি এই শব্দটা কোথায় পেলে?
ও তার পাঠ্যবই দেখালো।
অষ্টম শ্রেণীর "বাংলাদেশ ও বিশ্বপরিচয়" এই বইয়ের ৮৬ নং পৃষ্ঠায় লেখা আছে,
"শিশুদের ব্লুফিল্ম দেখা থেকে বিরত রাখতে হবে। "
কারা এই বই লিখেছে? পাঠ্যবই কি (-) ম্যাগাজিন? ব্লুফিল্মের কথা আলোচনা করে, উল্টো এসবের সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে কোমলমতি শিশুদের। অস্টম শ্রেণীর বইয়ে এটা ডিসকাস করার দরকার কি?
"ব্লুফিল্মের প্রকাশনা বন্ধ করতে হবে।
" এই কথাটা থেকে শিশুদের জন্য শেখার কিছু আছে কি?
যারা এই পাঠ্যবই রচনা করেছেন, তারা কি এগুলো চিন্তা করেন নাই? নাকি তারা পরিকল্পিতভাবে দেশের ছেলেমেয়েদের চরিত্র ধ্বংস করতে চান?
একবার চিন্তা করুন তো আপনার পিচ্চি ছোট বোন/ভাইটা যদি আপনাকে প্রশ্ন করে,
"ব্লুফিল্ম কি?"
আপনি কি জবাব দিবেন?
আমি মনে করি দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থা আমাদের শিশুদের বিপদগামীতার জন্য অনেকাংশে দায়ী । "
এরপর কমেন্ট মডারেশনের জন্য মন্তব্যটি অপেক্ষা করতে থাকে। কিন্তু ভোরে ঘুম হতে উঠে দেখি কমেন্টটি মুছে ফেলা হয়েছে, প্রকাশ করেনি । এমনকি এরপর থেকে ওই নিউজে কমেন্ট দেয়া বন্ধ করে দিয়েছে।
প্রথম আলো কী চায়? প্রথম আলো কী এসকল অসমাজিক কর্মকান্ডের মূলোৎপাটন করতে চায় না? প্রথম আলো কি বলতে চায় পাঠ্য বইয়ের এসব লেখা ঠিক আছে? নাকি “দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি” এই নীতিতে বিশ্বাস করছে।
তাহলে “সত্য কোথা দিয়ে ঢুকবে?”
------------------------------------------------
সহায়ক পোস্ট:
১। পাঠ্যবইয়ে পর্ণোগ্রাফি>>(অবশ্যই পড়ুন)
২। পাঠ্যবইয়ে পর্ণোগ্রাফি , অতঃপর ‘স্কুলপড়ুয়াদের যাতায়াত বাড়ছে যৌনপল্লিতে’
৩। প্রথম আলো
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।