আমাদের কথা খুঁজে নিন

   

হাদিসের সবক

সবাইকে আমার নিজস্ব ব্লগ ভিজিট করার আমন্ত্রন রইলঃ www.islameraalo.wordpress.com যুদ্ধে শিশু ও নারীদের হত্যা করা নিষেধ ইবনে ওমর (রা) কতৃক বর্নিত, তিনি বলেন, রাসুল (সা) এর কোনো একটি যুদ্ধে একজন নারীকে নিহত অবস্থায় পাওয়া গেলে তিনি যুদ্ধে নারী ও শিশুদের নিহত করতে নিষেধ করে দিলেন । (বুখারি/২৭৯৬) সর্বপ্রকার মাংসাশী হিংশ্রপশু খাওয়া হারাম আবু সা’লাবা (রা) কতৃক বর্নিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) গৃহ-পালিত গাধার মাংস খেতে নিষেধ করেছেন । যুহরী হতে (আর এক সুত্রে বর্নিত) নবী করীম (সা) মাংসাশী যেকোনো হিংশ্র প্রানী খেতে নিষেধ করেছেন । (মিশকাত, বুখারী/৫২৩২) বিপদাপদে গুনাহমাফ নবীপত্নী আয়েষা (রা) হতে বর্নিত, তিনি বলেছেন, কয়েকজন লোক রাসুল (সা) কে গণকদের সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন । তিনি বললেন কিছুই নয় (অর্থাৎ, তাদের কথা বিশ্বাসযোগ্য নয়) ।

লোকেরা বললেন, হে আল্লাহর রাসুল (সা)! তারা কোনো কোনো সময় এমন কথা বলে, যা সত্য হয়ে থাকে । তখন রাসুল (সা) বললেন, ঐ কথাটি আল্লাহর কাছ হতে পাওয়া । জিন (ইবলিশ শয়তান) তা (উর্ধ জগতে) তড়িৎ গতিতে শুনে নেয় এবং তার বন্ধুর গণকের কানে তা তুলে দেয় । অতঃপর গণক তার সাথে শত শত মিথ্যা মিশিয়ে প্রকাশ করে । (বুখারি/ ৫৩৪৪) সোনার আংঠি পুরুষদের জন্য হারাম আব্দুল্লাহ ইবনে ওমর (রা) হতে বর্নিত, রাসুল (সা) সোনার আংঠি পরতেন ।

পরে তিনি (হারাম হয়ে যাওয়ার পর) তা ছুড়ে ফেলে দিলেন এবং বললেন, আমি তা আর কখনো পরিধাণ করবো না । তখন সকলে তাদের (হস্ত স্থিত) স্ব স্ব সোনার আংঠি (খুলে) ফেললেন । (মিশকাত, বুখারি/৫৪৪৩) আল্লাহর উপর নির্ভরশীলতা ইবনে আব্বাস (রা) কতৃক বর্নিত, রাসুল (সা) বলেছেন, আমার উম্মতের সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে যাবে । তারা হবে ঐ সকল লোক, যারা (আল্লাহর ছাড়া অন্যের নাম নিয়ে) ঝার-ফুঁক না করে ও ফাল গ্রহন না করে এবং (সকল ক্ষেত্রেই) আল্লাহর উপর নির্ভর করে । (বুখারী/ ৬০২৫) বাপ-দাদার নামে শপথ করা আব্দুল্লাহ(রা) বলেন, একদিন রাসুল (সা) উমার ইবনে খাত্তাবকে কোনো সওয়ারীর উপর আরোহী অবস্থায় দেখলেন ।

তিনি তার পিতার নামে শপথ করছিলেন । রাসুল (সা) বললেন, আল্লাহ কি তমাদের বাপ-দাদাদের নামে শপথ করতে নিষেধ করেননি ? সুতরাং যে ব্যক্তি শপথ করতে চায়, সে জেন আল্লাহর নামে শপথ করে অথবা চুপ করে থাকে । (বুখারি/ ৬১৮৬) আমার নিজস্ব ব্লগসাইট ভিজিট করার আমন্ত্রণ রইল: http://www.islameraalo.wordpress.com/ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।