প্রথম প্রকাশ http://imti24.wordpress.com
পুর্ববর্তী পোষ্ট জানাজার নামাজ
হুজুর সাঃ এরসাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি আমার উম্মতের জন্য দ্বীনি বিষয়ের উপর ৪০ টি হাদিস সংরক্ষন করিবে আল্লাহ তায়ালা কেয়ামতের দিন আলেম হিসাবে উঠাইবেন এবং আমি তাহার জন্য সুপারিশকারী ও সাক্ষী হব।
১। হযরত ওসমান রাঃ
হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরান শরীফ শিখে এবং অপরকে শিক্ষা দেয়।
2। হযরত আবু সাঈদ খুদরী রাঃ
হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, আল্লাহ তায়ালা ফরমান, যে ব্যাক্তি কোরান শরীফে মশগুল থাকার কারনে যিকির করার ও দোয়া করার অবসর পায় না আমি তাকে সকল দোয়া করনেওয়ালাদের চাইতে বেশী দিয়া থাকি।
আর আল্লাহ তায়ালার কালামের মর্যাদা সমস্ত কালামের উপর এইরুপ যেমন স্বয়ং আল্লাহতায়ালার মর্যাদা সমস্ত মাখলুকের উপর।
3। হযরত উকবা ইবনে আমের রাঃ
হতে বর্নিত, আমরা মসজিদে নববীর ছুফফায় বসা ছিলাম। এমন সময় হুজুর পাক সাঃ তশরীক আনিলেন এবং বলিলেন, তোমাদের মধ্যে কে ইহা পছন্দ করে যে সকাল বেলা বুতহান বা আকিক নামক বাজারে গিয়া কোন রুপ গোনাহ বা আত্নীয়তার বন্ধন ছিন্ন না করিয়া ২টি অতি উত্তম উটনী লইয়া আসিবে? সাহাবা কেরাম রাঃ আরজ করিলেন ইহা তো আমাদের সকলেই পছন্দ করিবে। হুজুর সাঃ বলিলেন মসজিদে গিয়া ২টি আয়াত পড়া বা ২টি আয়াত শিক্ষা দেয়া ২টি উটনী হতে, ৩টি আয়াত ৩টি উটনী হতে এমনিভাবে ৪টি আয়াত ৪টি উটনী হতে উত্তম এবং ঐগুলির সমপরিমান উট হতে উত্তম।
৪। হযরত আয়েশা রাঃ
হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, কোরানের পারদর্শী ব্যাক্তি ঐ সকল ফেরেশতাদের দলভুক্ত হবে যারা লেখার কাজে নিয়োজিত এবং নেককার। আর যে ব্যক্তি কষ্ট করিয়া ঠেকিয়া ঠেকিয়া কোরান শরীফ পড়ে সে দ্বিগুন সওয়াব পাবে।
৫। হযরত ইবনে ওমর রাঃ
হতে বর্নিত হুজুর পাক সাঃ এরশাদ করেন, ২ ব্যক্তি ছাড়া কারো উপর হাছাদ (অর্থাৎ হিংসা) জায়েজ নাই।
এক ঐ ব্যক্তি যাকে আল্লাহতায়ালা কোরান শরীফ তেলোয়াতের তওফীক দিয়াছেন এবং সে দিন রাত উহাতে মশগুল থাকে। দ্বিতীয় ঐ ব্যক্তি যাহাকে আল্লাহতায়ালা প্রচুর ধনসম্পদ দান করেছেন এবং সে দিন রাত্র উহা হতে (আল্লাহর রাস্তায় খরচ করিতে থাকে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।