জুলাই সংখ্যা'06
এসো উত্তম চরিত্র গঠন করি
হযরত আবদুলস্নাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা) বলেছেন : তোমাদের মধ্যে সবচেয়ে ভাল লোক হচ্ছে তারা যাদের চরিত্র তোমাদের সকলের অপেৰা উত্তম। _ বুখারী ও মুসলিম
সুপ্রিয় বন্ধুরা
আলস্নাহর রাসূল (সা) ঈমানের পরই সর্বাধিক গুরম্নত্ব দিয়েছেন নৈতিক চরিত্রের ওপর। মানুষের সঠিক কল্যাণের একমাত্র উৎস উত্তম চরিত্র। মানুষের বৈশিষ্ট্য মূলত দু'টি_
এক. অসৎ এবং খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখবে।
দুই. উত্তম ও উৎকৃষ্ট নৈতিক গুণাবলী অর্জন করবে।
বন্ধুরা, সব সময় আমাদের মন, মগজ, চরিত্র ও কার্যাবলীকে নির্মল পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিষ্কলুষ এবং সকলপ্রকার কালিমা-মলিনতা থেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে।
নৈতিক চরিত্রের দিক দিয়ে যে লোক সর্বোত্তম, আলস্নাহর দৃষ্টিতে সেই হচ্ছে উত্তম ব্যক্তি। সেই প্রকৃত মানুষ যে উত্তম চরিত্র গঠন করতে সৰম হয়েছে। হাদিসে আছে, উত্তম চরিত্র সম্পন্ন ব্যক্তিরা কিয়ামতের দিন রাসূলে করীমের কাছে মর্যাদার দিক দিয়ে অধিক নিকটবতর্ী হবে।
পৰানত্দরে অসৎ চরিত্রের লোক অধিক ঘৃণিত হবে। কিয়ামতের দিন ঈমানদার বান্দার দাঁড়িপালস্নায় উত্তম চরিত্র অপেৰা অধিক ভারী জিনিস আর কিছুই হবে না।
মানুষের অনত্দরের ভাবধারা ও ভেতরকার প্রকৃত রূপের প্রকাশ ঘটে মানুষের মুখের কথায়। উত্তম চরিত্র গঠনের জন্য নিম্নের বিষয়গুলো বর্জন করা অপরিহার্য :
* বেশি কথা বলা;
* কথা বলায় কৃত্রিমতা ও কপটতার আশ্রয় নেয়া;
* দ্রম্নত এবং তাড়াতাড়ি কথা বলা;
* লম্বা লম্বা কথা বলা;
* কথা বলায় অহঙ্কার প্রদর্শন করা।
* অশস্নীল-বেহুদা কথাবার্তা বলা;
* নিচ-হীন বাজে কথাবার্তা বলা।
বন্ধুরা, এসো উত্তম চরিত্র গঠন করি এবং আলস্নাহ ও রাসূলের (সা) প্রিয়পাত্র হই।
গ্রন্থনায় : আবদুর রহমান
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।