হাসিনার সাজার ওপর নির্ভর করছে আমুর রাজনীতি সেনা-সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিদেশে যাওয়ার জন্য আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে কারাগার থেকে মুক্তি না দেওয়ার জন্য সরকারের কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসে ফাঁস হওয়া মার্কিন গোপন তারবার্তায় এ তথ্য পাওয়া গেছে। ২০০৮ সালের ১৮ জুন মার্কিন তত্কালীন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ওয়াশিংটনে ওই গোপন তারবার্তাটি পাঠান। মার্কিন তারবার্তায় বলা হয়েছে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনা যেদিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন, সেদিন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ঢাকার মার্কিন দূতাবাসের রাজনৈতিক দপ্তরকে বলেন, শেখ হাসিনার নেতৃত্ব চালিয়ে যাওয়ার বিরুদ্ধে দলের স্থানীয় কর্মীদের মধ্যে তিনি প্রচার চালাবেন। তারবার্তায় বলা হয়েছে, আমু মার্কিন দূতাবাসকে বলেছেন, তিনি দীর্ঘ সময় হাসিনার সঙ্গে কাজ করবেন না। আমু নিশ্চিত করেন, তিনি হাসিনার কারামুক্তি ও দেশ ত্যাগ করার মধ্যবর্তী সময়ে হাসিনার সঙ্গে কথা বলবেন না। তারবার্তায় উল্লেখ করা হয়েছে, আমু স্বীকার করেন, অনেকগুলো দুর্নীতি মামলার মধ্যে কমপক্ষে একটিতে হাসিনার সাজা হওয়ার ওপর এখন তাঁর রাজনৈতিক আকাঙ্ক্ষা নির্ভর করছে। সূত্র
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।