আমাদের কথা খুঁজে নিন

   

শান্তির প্রতিক পায়রা/কবুতর নিয়ে সুমন্টোগ্রাফির আজ রাতের আয়োজন !!!

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :) শান্তির প্রতিক কি ??? জানি সবাই এক বাক্যে উত্তর দেবে পায়রা বা কবুতর ! বাকবাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা বৌ সাজবে কালকি চড়বে সোনার পালকি !!! এই ছাড়াটা ছোট বেলার অন্যতম একটা ছড়া হিসেবে সবারই মুখস্ত ছিলো এবিষয়ে আমি নিশ্চিত ভাবে বলতে পারি !!! গ্রামের একটা কমন জিনিস হলো এই পায়রা বা কবুতর পালন ! এটা অবশ্য গ্রামের গন্ডি পেরিয়ে শহরেও চলে এসেছে অনেক আগেই ! তবে এমন একটা সময় ছিলো যখন গ্রামের প্রতিটা বাড়িতেই পায়রা পালন করতে দেখা যেত ! আসুন আজ সেই কবুতর বা পায়রার ছবি দেখি ... ১# ২# ৩# ৪# ৫# ৬# ৭# ৮# ৯# ১০# ১১# ১২# ১৩# ১৪# ১৫# ১৬# ১৭# আজকের পোষ্ট আমার খুব প্রিয় একজন ব্লগার আমার বড় ভাই জিসান শা ইকরাম কে উৎসর্গ করলাম !! (সুমন্টোগ্রাফির ফেসবুক পেজ !!! ছবি যদি ভাল লাগে এই পেজ লাইক করে আমাকে ধন্য করুন )

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।