আমাদের কথা খুঁজে নিন

   

তারাদের খসে পড়া আর আমার ইচ্ছেপোষণ

মতপ্রকাশের স্বাধীনতা মানে কিন্তু যা খুশি তাই বলা নয়। ছেলেবেলায় শুনেছি যে তারা খসে পড়লে নাকি ইচ্ছাপূরণ হয়.. তাই তখন থেকেই প্রায়ই আকাশের দিকে তাকিয়ে থাকতাম। কখন তারা খসে পড়বে - আমি ইচ্ছেপোষণ করবো আর আমার ইচ্ছেপূরণ হবে! একে একে কতগুলো তারা খসে পড়ল!! কিন্তু ইচ্ছেগুলি আর পূরণ হলো না। তবুও ইচ্ছে পোষণ করি, স্বপ্ন দেখি... স্বপ্ন দেখতে তো আর বাধা নেই। সাংবাদিক মিশুক মনির, চিত্রপরিচালক তারেক মাসুদ, লেখক হুমায়ূন আহমেদ, দেশবরেণ্য জামাল নজরুল ইসলাম আর আজ রাষ্ট্রপতি জিল্লুর রহমান.. তারাগুলি একে একে খসে পড়ছে তো পড়ছেই... বাংলার আকাশ একে একে খালি হয়ে যাচ্ছে। আমিও একের পর এক প্রতিবার একই ইচ্ছেপোষণ করে যাচ্ছি... খসে পড়া তারাদের দিব্যি দিয়ে বলছি - আবারও ইচ্ছেপোষণ করছি... পারওয়ারদেগার, বাংলাদেশ যেন সত্যিকারের সমৃদ্ধ, সুখী আর সোনার একটি দেশ হয়ে উঠুক। আমিন... তারাদের খসে পড়া যেন বৃথা না যায়, আসুন সেই লক্ষ্যে একসাথে দেশের জন্য কাজ করি...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।