আমাদের কথা খুঁজে নিন

   

রাতের আকাশে আজ এক'শ মুখের ছবি, তারাদের ভীড়ে

আহসান জামান নিরিবিলি জোছনার চাদরে রেখে গেছো বেদনার আঁকাবাঁকা ভাঁজ। জানালায় মাধবীমেধায় জেগে দেখছি কেবল রাতভর বুনোফুলের গন্ধমাতাল নেশাখোর আলোর পোকারা খুঁজেছে দীর্ঘ আষ্য়ুকাল। দূরকোথাও জলপতনে শুনেছি অবাক; নরোম হাহাকার আর কে যেনো ডেকেছে অবাধ; অনেক পুরানো কাল। পথ-হাঁটা পথে ক্লান্ত পথিকের শ্রান্তশ্বাসের ভিতর উড়েছে কিশোরের দামাল ঘুড়ির ঘোর। বিদ্যাপীঠের হড়বড়ে জানালায় বাতাসের কড়াঘাতে উপচে পড়েছে বুকপকেটে জমানো সতেজ কাঁচের মার্বেল; কী ছন্নতায়, মাটির কোমলকোলে আর তাচ্ছিল্যের হাসির দুপুর বাজপাখির ডানায় ভেসে নিয়ে গেছে বিরানপুরে; শালিকের দেশে, ফড়িংয়ের লেজের রংয়ে। রাতের আকাশে আজ এক'শ মুখের ছবি, তারাদের ভীড়ে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।