আমাদের কথা খুঁজে নিন

   

তারাদের মানচিত্র

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই.... আজ আমি আপনাদের সবাইকে একটা করে টেলিস্কোপ দিতে এসেছি। রাতের আকাশ দেখার টেলিস্কোপ। বিনামূল্যে, ঘরে বসেই পাবেন; নেটের স্পিড ভাল থাকলে কয়েক মিনিটের মধ্যেই পেয়ে যাবেন হয়তো ! ঠিক আমি দেব না, আমি শুধু সন্ধানটুকু দিয়ে যাব। আর জিনিসটা এত্ত দারুণ, এ শুধু আপনাকে 'তারা' দেখাবে না, চিনিয়েও যাবে ! মহাকাশের অপার সৌন্দর্যে বিভোর হওয়ার জন্য প্রস্তুত হয়ে বসুন ! সেই কবে থেকে তারা দেখার অভ্যাস - সমস্তটাই বই পড়ে, ছাদে অথবা ক্যাম্পাসের মাঠে চিৎ হয়ে শুয়ে থেকে।

একটা একটা করে তারামন্ডল চিনে নেয়া, আর তাদের গল্পগুলো খুঁজে বের করা - খানিক কষ্টের হলেও কী যে আনন্দের সময় ছিল সেসব। তবে যারা এতটা কষ্ট করতে চান না, তাদের জন্যও দেখি ভালরকম সব ব্যবস্থা করাই আছে - শুধু খুঁজে পাওয়ার বাকি। চমৎকার এই 'free open source planetarium' সফটওয়্যার'টা আমি আজই প্রথম ব্যবহার করলাম এবং ব্যাপারটা এত চমকপ্রদ যে, সবার সাথে শেয়ার করতে চলে এলাম ! অল্প ক'টা স্ক্রিনশট দিয়ে আগে এর সাথে আপনাকে পরিচিত করিয়ে দিই- এই হল ভালুকা থেকে দেখা আজকের সন্ধ্যার আকাশ। ইংরেজী 'S' অক্ষরটা বোঝাচ্ছে, এই দৃশ্য South বা দক্ষিণ দিকে মুখ করে দেখা। তবে যারা আমার মত অনেকটা আনাড়ি, তাদের জন্য তো এই দৃশ্য দেখা আর অপরিচিত আকাশের দিকে তাকিয়ে থাকা অনেক একই ব্যাপার।

তাই আপনি চাইলে রেখাচিত্রের সাহায্যে তারামন্ডলগুলোর মানচিত্র দেখে নিতে পারেন ~ মানচিত্র দেখে তো এমনে চিনব না, কোনটার নাম কী - সেটাও জানা দরকার ! অবশ্যই সেই ব্যবস্থাও আছে ~ এসব দেখে আপনার মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক, কেন অনর্থক এইসব নক্ষত্রপুঞ্জের নাম এমন রাখা হল? কী হিসাবে ওদের বৃশ্চিক, তুলা ইত্যাদি ডাকা হয়? গ্রীক, মিশরীয় বা ভারতীয় জোতির্বিদেরা ঠিক কেমন ছবি কল্পনা করে এসব নাম রেখেছিলেন? হায় রে, কত বই ঘাঁটাঘাঁটি করে আমি এসব পড়লাম, আর আপনি চাইলে মাউসের একটা ক্লিকেই সবটার চিত্র দেখে নিতে পারবেন ! এই ছবিটা আরেকবার দেখুন? সবটা কেমন আবছা, শুধু প্রধান তারাগুলো পরিস্কার। এই আকাশই আমরা দেখি। আমাদের বায়ুমন্ডল আর মেঘ-ধুলিকণার জন্য আকাশের অনেক তারা দেখা হয় না। আচ্ছা, যদি বায়ুমন্ডল না থাকত, তবে আকাশটা কেমন দেখা যেত? ভাবতে না বসে নিজ চোখে এখান থেকে দেখে নিতে পারেন সেটাও ~ এ তো গেল তারা পরিচিতি। টেলিস্কোপ যখন হাতে পেয়েছেন, তারাগুলো আরো কাছে থেকে দেখবেন না? নিশ্চয়ই দেখবেন ! মাউস টেনে আকাশের উপরের দিকে চলুন ~ জানি না, ব্লগপোস্টে ছবির নামগুলো পরিস্কার আসবে কি না, তাই আমি বলে রাখি - উপরের ছবিতে বড় গোল্লাটা হল চাঁদ, আর তার একটু ডানে-উপরে জ্বলজ্বলে তারাটা শনিগ্রহ।

চাঁদের ওপর মাউস রেখে 'যুম' করে কাছে টানতে থাকলে এর পাহাড়-পর্বত আর কিছু অদেখা থাকবে না ! আর শনিগ্রহের প্রধান চাঁদ (টাইটান ইত্যাদি) এবং পরিস্কার বলয়সহ একদম পরিস্কার দেখতে পাবেন 'যুম' করতে করতে ! তবে গ্রহগুলোর যত কাছে যেতে থাকবেন, তাদের গতিবেগ ততই বেশি পাবেন, সারাক্ষণ আপনাকে মাউস টেনে টেনে তারার পেছন পেছন ছুটতে হতে পারে ! অনেক তো বললাম, এবার আপনার আবিস্কারের পালা ! সফ্টওয়্যার'টা ডাউনলোড করবেন নিচের ওয়েবসাইট থেকে~ http://www.stellarium.org/ ওয়েবসাইটে গিয়ে আপনার পিসির অপারেটিং সিস্টেম (উইন্ডোস/লিনাক্স/ম্যাক) সিলেক্ট করে দিলে কোনও ঝামেলা ছাড়াই ডাউনলোড হয়ে যাওয়ার কথা ! ইন্সটল হয়ে গেলে আগে আপনার লোকেশন সেট করে নিন। তারপর মনের আনন্দে দেখতে বসুন। মাউসের বাম বাটন চেপে ডানে-বামে ঘোরালেই আপনার আকাশের মানচিত্রের আশপাশটা আসতে থাকবে, অনেকটা গেম খেলার সময় যেমন মুভ করেন তেমনি। শ্রাবণ মাস চলছে। গাঢ় মেঘের ভীড়ে আমি এখানে আকাশে পরিস্কার কিছু দেখছি না আজও।

তবে শরৎ আসছে। আলো ঝকমকে এক বিশাল ক্যানভাস নিয়ে আসবে ভাদ্র-আশ্বিনের আকাশ ! আমি আগেও কখনও কখনও সবাইকে তারা দেখার আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা-ভরা রাতে মহাকাশের মাঝে নিজেকে বিলীন করে দেয়ার যে আনন্দ, অন্য কিছুর সাথে তার তুলনা হয় না ! আকাশের মেঘ কাটুক। ততদিনে আমরা কিছু তারামন্ডল চিনে-টিনে নিজেদের একটু প্রস্তুত করে নিতে পারি, কী বলেন?  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।