আমাদের কথা খুঁজে নিন

   

দুর্বৃত্তদের গুলিতে আহত রাবি শিক্ষার্থী

আহত মিরাজুল ইসলাম মিরাজ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের চতুর্থ বর্ষের ছাত্র। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে মণ্ডলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিত্সক বিকে দাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিরাজ এখনো অচেতন। তার পায়ে গুলির মতো চিহ্ন দেখেছি।

অস্ত্রপচারের জন্য অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে তাকে। ”
প্রত্যক্ষদর্শীদের বরাতে মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে ব্যক্তিগত কাজ শেষে মণ্ডলের মোড়ের ছাত্রাবাসে ফেরার সময় কয়েকজন যুবক মিরাজের পথরোধ করে তাকে নিকটবর্তী প্রীতিলতা ছাত্রাবাসের গলির মধ্যে নিয়ে গিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
অসিত কুমার বলেন, তার চিৎকারে দুর্বৃত্তরা তার পায়ে গুলি করে পালিয়ে যায়। এসময় তারা মিরাজের ম্যানিব্যাগ ও দুটি মোবাইল ছিনিয়ে নেয়।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.