আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের গুলি বিনিময়

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক ও ৩ কনস্টেবল আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে একটি এলজি ও ৩ রাউন্ড গুলিসহ নূর উদ্দিন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামে আজ দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- চন্দ্রগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. সোহেল, কনস্টেবল মো. আরাফাত, মো. সুমন ও মো. শাহাবুদ্দিন।

আহত এএসআই মো. সোহেল সাংবাদিকদের জানান, চন্দ্রগঞ্জের পূর্ব রাজাপুরে দুর্বৃত্তরা অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে- এমন খবর পেয়ে দুপুর ১টার দিকে ওই স্থানে অভিযান চালায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে দুর্বৃত্তরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে ইটের আঘাতে তিনিসহ চার পুলিশ সদস্য আহত হন।

ঘটনাস্থল থেকে পুলিশ নূর উদ্দিন নামের এক যুবককে একটি এলজিসহ আটক করে।

আটক নূর উদ্দিন চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের আবু তাহেরের ছেলে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.