আমি সরল মানুষ তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুবরণ করেছেন সাভারের আওয়ামী লীগের সাবেক এমপি সামছুদোহা খান মজলিসের স্ত্রী সেলিনা খান মজলিস। গত মঙ্গলবার ভোরে নামাজ পড়ার পর বাড়ির ছাদে হাঁটাহাঁটি করার সময় অজ্ঞাত দুর্বৃত্ত তার গলা কেটে ফেলার চেষ্টা করে। এ সময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়েঁ এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে দ্রুত সাভার এনাম মেডিকেলে ভর্তি করা হয়। ওইদিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিন দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেন নিহতের ভাগ্নে ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী। এ ঘটনায় গত বুধবার বিকেলে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বাদী হয়ে মামলা দায়ের করে সেলিনা মজলিসের ছোট ভাই শফিউর রহমান খান। বুধবার জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে সেলিনা মজলিসের নাতনি তিলকত্তোমা খান মজলিসের স্বামী আবুল কালাম আজাদ (৩২), তার খালাতো ভাই সেলিম (২৬), কাজের ভুয়া সরজিৎ সরকার (৩২) ও কাজের ভুয়ার স্বামী হরিপদ সরকার। এদের মধ্যে তেমন কোনো তথ্য না পাওয়ায় ২ জনকে ছেড়ে দেয় এবং আবুল কালাম আজাদ ও হরিপদ সরকারকে ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।