কিডনী ও লিভার নিয়ে অমানবিক ব্যবসা তার বিরুদ্ধে প্রতিবাদ
ঢাকার নামী দামী হাসপাতাল ও কিনিকের সাথে চিকিৎসকদের সংশ্লিষ্টতায় এবং গরিব মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে সম্প্রতি কিডনী ও লিভার নিয়ে যে অমানবিক ব্যবসা শুরু হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে স্বাস্থ্য আন্দোলনের পক্ষ থেকে ১২ সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১ টায় জাতীয় প্রেসকাবের সামনে এক মানব বন্ধনের আয়োজন করা হয়।
এই মানবন্ধনটি পরিচালনা করেন ইবনুল সাইদ রানা চেয়ারম্যান নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। বক্তব্য রাখেন ফরিদা আখতার নির্বাহী পরিচালক, উবিনীগ ও যুগ্ম আহবায়ক স্বাস্থ্য আন্দোলন, নুর আহমেদ নির্বাহী সদস্য নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন,সৈয়দ মাহবুবুল আলম, নীতি বিশ্লেষক ডাব্লিউবিবি ট্রাস্ট, শাহীনুর বেগম, শ্রমবিকাশ কেন্দ্র, তাহেরা বেগম জলি, সম্মিলিত নারী সমাজ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামসুজ্জোহা কনজুমার এসাসিয়েশন অব বাংলাদেশ ক্যাব, রোকেয়া বেগম, সদস্য স্বাস্থ্য আন্দোলন, রুশিয়া বেগম উবিনীগ, মুন্নী খানম উবিনীগ, নাজনীন আখতার, ডাব্লিউবিবি ট্রাস্ট, শিরিন শিলা, আসমা বেগম, নারীগ্রন্থ প্রবর্তনা প্রমুখ। এছাড়াও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মাবনবন্ধনে বক্তারা বলেন জয়পুর হাট কালাইয়ে হত দরিদ্র মানুষের কিডনী ও লিভার নিযে ঢাকা শহরের জানা গেছে কিডনী প্রতিস্থাপন হয় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতাল, বারডেম, ও ইউনাইটেড হাসপাতলসহ বড় বড় নামী দামী হাসপাতালে।
এই সব হাসপাতালের সংশিষ্ট ডাক্তাররা এই অনৈতিক ব্যবসার সাথে জড়িত। অথচ এখনো পর্যন্ত সরকারের স্বা¯মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হয়নি। একই সাথে এই বিষয়ে বি এম এ এবং বিএম ডিসির নিরবতা আমাদের মনে প্রশ্ন জাগিয়েছে। কিডনী ব্যবসা ও পাচার চক্রের দালালদের অতি সহজে গ্রেফতার করা হল। কিন্তু যে সব বড় বড় হাসপাতালের নাম পত্রিকায় প্রকাশিত হয়েছে সে সব হাসপাতালের যে সব ডাক্তার এই ব্যবসার সাথে জড়িত তাদের বিরুদ্ধে এখনো কেন কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।
মানববন্ধন থেকে দাবি জানানো হয়
১. অবিলম্বে সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে এই অবৈধ ও অনৈতিক ব্যবসা বন্ধ করা হোক। ২. কিডনী ব্যবসার সাথে জড়িত সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
২. যারা কিডনী বিক্রি করে অসুস্থ হয়ে পড়েছে বিনা পয়সায় তাদের চিকিৎসা সেবা দেয়া হোক।
৩. কিডনী বিক্রি করে যারা প্রতারিত হয়েছে অবিলম্বে তাদের পূর্ণবাসন করা হোক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।