আমাদের কথা খুঁজে নিন

   

সিরাজগঞ্জে ট্রাক ভাংচুর

এছাড়া সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।   
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের সলঙ্গার নলকায় ৫টি কাঁচামালবাহী ট্রাকে ভাংচুর চালায় পিকেটাররা।
পরে চালকসহ ট্রাকে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীরা হরতালকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
সকালে শহরের বাহিরগোলা গুড়ের বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে জামায়াত-শিবির। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।


খোকসাবাড়ি এলাকায় জামায়াতকর্মীরা একটি মোটরসাইকেল ও কয়েকটি ছোট বাহন ভাংচুর করার পর সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কয়েক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।  
সদর থানার ওসি রফিকুল ইসলাম খান জানান, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিস্থিতি শান্ত রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে  পুলিশ মোতায়েন রয়েছে।


জেলা সদর থেকে দূরপাল্লার বাস না ছাড়লেও মহাসড়ক হয়ে মালবাহী ট্রাক চলাচল করছে।
জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিন বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি।
এর আগে গোলাম আযমের রায়ের দিন সোমবার এবং তাকে সাজা দেয়ার প্রতিবাদে পরদিন মঙ্গলবারও সকাল-সন্ধ্যা হরতাল করে যুদ্ধাপরাধে অভিযুক্ত এ দল।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.