রা এনাম মেডিকেলে ব্লাড দিতে এসেছেন বা আসছেন তাদের দৃষ্টি আকর্ষন করছিঃ পজেটিভ টাইপের ব্লাড এনাম মেডিকেলে বর্তমানে যথেষ্ট পরিমানে আছে। মেডিকেলের ব্লাড ব্যাংক থেকে জানানো হয়েছে যে, নেগেটিভ টাইপের ব্লাডের ঘাটতি আছে ও আগামিতে লাগতে পারে। তাই যাদের ব্লাডগ্রুপ ন টাকা খাওয়া পান খাওয়া ঠোঁট লাল করা হেফাজতী নেতারা এর আগে রোদ-বৃষ্টিতে লং মার্চ করার ভয়ে দাঁড়িতে হাত বুলাতে বুলাতে আহমাদ শফীকে নিয়ে প্লেনে ঢাকায় পৌঁছেছিলেন। অবশ্য এর কারণও ছিল, সরকার গঠনে তারা দর কষাকষি করেছিলেন। আহমাদ শফীকে প্রেসিডেন্ট করার শর্ত নাকি মেনে নেয়া হয়।
যে কারণে, দুপুরে, জানিয়েছেন আমাকে যুবক কমিশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম, হেফাজতীরা তার ও অন্য আরও গোটা দশেক গাড়িতে গান পাউডার ছিটিয়ে আগুন দেয়ার সময় গ্যাংনাম স্টাইলে নাচতে নাচতে উল্লসিত হয়ে সেøাগান দেয়- ‘রাষ্ট্রপতি হবে কে, আহমাদ শফী আবার কে?’। ‘শেখ হাসিনার গদিতে আগুন দে, পুড়িয়ে দে’, ‘আমরা হবো তালেবান, বাংলা হবে আফগান। ’ রফিকুল ইসলাম ব্যাংক থেকে ধার নিয়ে গাড়িটি কিনেছিলেন এবং হেফাজতীদের সরকারী ভাষ্য অনুযায়ী অরাজনৈতিক ও ঈমানী শান্ত মুসলমান ভেবেছিলেন। গাড়ি পুড়তে দেখে তা মনে করে অনুশোচনায় ভুগছিলেন। হেফাজতী নেতারাও নাকি লন্ড্রি থেকে পাজামা-পাঞ্জাবি ইস্ত্রি করে এনেছিলেন এবং ক্ষমতা নেয়ার সময় টুপি পরবেন না পাগড়ি পরবেন এ নিয়ে নাকি মৃদু দ্বন্দ্বও দেখা দিয়েছিল।
এর প্রতিফলন দেখি ৫ তারিখে হেফাজতের জনসভায় যেখানে কিছু নেতার মাথায় ছিল টুপি, কিছু নেতার মাথায় পাগড়ি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।