আমাদের কথা খুঁজে নিন

   

তিলোত্তমা ৩

একদিন তুমি ডাক দেবে, আমি প্রতীক্ষায় আছি কদম ফুল গো আমার নিকট অতীত তোমার সঙ্গে যেদিন আমার রাগ হলো সেদিন আমার মনটা অনেক খারাপ ছিলো খারাপ ছিলো খারাপ ছিলো হাতের লেখা সেদিন অনেক বিচ্ছিরি আর পৃষ্ঠাজুড়ে হাবিজাবি দাগ ছিলো মন একটা, তবু সেদিন বুকটা জুড়ে মনমরা মন চার পাঁচটা ভাগ ছিলো সেদিন তোমায় নাকের নোলক ঠোঁটের তিলে, কি যে ভালো লাগছিলো চুলের গন্ধে মাতাল আমি, মনে হলো তোমার সিঁথির মরুদ্যানে শিউলি ফুলের বাগ ছিলো কিন্তু দেখো, সর্পখেলায় সেদিন যেনো তোমার কাছে রাগের নাগিন আমার কাছে নাগ ছিলো কদম ফুল গো আমার তোমার সঙ্গে যেদিন আমার রাগ হলো সেদিন থেকে এই কবিতা তোমার কানে বলার অনেক শখ ছিলো হয়নি বলা এমনি করেই তোমার আমার অনেক বেলা কাল হলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।