মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। আজ বুধবার দুপুরে রায় ঘোষণার পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় এ অনুভূতি জানান ট্রাইব্যুনালের সমন্বয়ক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।
প্রতিক্রিয়ায় এম কে রহমান বলেন, মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতটির মধ্যে পাঁচটির অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাকি দুটির মধ্যে একটিতে পাঁচ বছরের কারাদণ্ড ও আরেকটিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘সব মিলিয়ে রায়ে আমরা সন্তুষ্ট।’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।