আগামী ঢাকা বইমেলাতে বাংলাদেশ রাইটার্স গিল্ড-এর পাঁচটি বই প্রকাশিত হতে যাচ্ছে। গতকাল (০৯.০৯.২০১১) শিল্পকলা একাডেমীতে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও সিদ্ধান্ত হয়, যারা সংগঠনের নিয়মকানুন মেনে বই প্রকাশ করতে চায়, ঢাকা বইমেলার জন্য ১৫ অক্টোবরের মধ্যে এবং অমর একুশে বইমেলার জন্য ১৫ নভেম্বরের মধ্যে সম্পূর্ণ পাণ্ডুলিপি জমা দিতে হবে। সভায় উপস্থিত ছিলেন সুফিয়া জামান, এম. এম. ওবায়দুর রহমান, পারভেজ রানা, যাযাবর স্বপন, রানা জামান ও শরীফ মোতাহার হোসেন জয় ও আরও অনেকে। বক্তারা লেখালেখি নিয়ে তাদের অভিজ্ঞতা ও ভাবনা বিনিময় করেন এবং লেখকদের জন্য একটি সংগঠন ও প্রকাশন বাংলাদেশ রাইটার্স গিল্ড প্রতিষ্ঠার জন্য একযোগে কাজ করতে সম্মত হন। যারা বাংলাদেশ রাইটার্স গিল্ড-এর মাধ্যমে বই প্রকাশ করতে চান, যোগাযোগ করতে পারেন: পারভেজ রানা-0173-0331705, 01913-336127।e-mail:
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।