আমাদের কথা খুঁজে নিন

   

একটা উল্টা মডার্ন(ultra modern) পোস্ট ...এইডা কিছু হইলো????

চারিদিকে খালি আধুনিকতা আর আধুনিকতা... যুগ এর সাথে 'মার্চ' করিয়া সবাই আধুনিক হইইয়া যাইতেছে.. কিছু কিছু বালক-বালিকার আধুনিকতা দেখিলে নিজেকে বড্ড 'agriculture' বলিয়া মনে হয়..মনে সাধ জাগিয়া উঠে একটু আধুনিক হইবার.। কিছু আছে যাহারা তাহাদিগের আধুনিকতা প্রকাশ এর মাধ্যম হিসাবে বাছিয়া লয় বেচারা জাঙিয়া কে.. জাঙিয়ার রঙিন সূতা দেখাইয়া.তাহারা স্বর্গীয় সুখ পায়... লাল-নীল-হলুদ-কমলা রং এর..নানার জাতির...নানান বর্নের... আবার কিছু আছে, যাহারা যেনো-তেনো উপায়ে কোমরে একখান pent ঝুলাইয়া রাখিবে কিন্তু নিজের মানচিত্র খানা আপনার সম্মূখে তুলিয়া ধরিতে দ্বিধাবোধ করিবে না । ঐ দেখা যায় তালগাছ..ঐ আমাদের গাঁ !!!!! ঐ খানেতে বাঁশ (!) করে কানা-বগির ছা !!! আরও এক শ্রেনীর আবাল আছে যাহারা নিজেদেরকে নাস্তিক হিসাবে যাহির করিয়া "আবাইল্লা স্মার্ট" হইতে চায়.. সব ক্ষেত্রেই তাহারা একটা বিদ্রোহী বিদ্রোহী ভাব লইয়া 'গিয়ানি" সাজিবার চেষ্টা করিতে থাকে... হায়রে বুদাই.... অবশ্য এদের আরো একটা উদ্দেশ্য থাকিতে পারে..আর তা হইলো এভাবে বিতর্ক সৃষ্টি করিয়া কম সময়ে ব্যাপক নাম কামানো সম্ভব..(হোকনা বিতর্ক..তসলিমারে তো সবাই চিনে...) (দুঃখিত আমাকে চলিত রীতিতে ফিরিয়া যাইতে হইতেছে.. ...এভাবে লিখিবার চেষ্টা ও একটা বাইক্কা স্মর্টনেসস...) ওমা!!!! বিড়ি খাওয়াটাও নাকি এর আওতায় পরে...!!!! হায়রে মালিক..!! বন্ধুমহলে চমৎকার আলোচনার মাঝে হটাৎ করে এসব আবাল "আলগা স্মার্টনেস" দেখানোর জন্য বিড়িতে ফুক দেয়..আর সেখানে মেয়ে "ফেরেন্ড" থাকলে তো "উরি বাবা..কি পার্ট লাগে..উরি বাবা,সেরকম লাগে.।" কেউ মাইন্ড এ লইয়েন না.. এসব এর প্রতিবাদ করলে শুনিতে হয় "দোস্ত be smart " তাই না লিখে পারলাম না.. আর সবচাইতে বিরক্তিকর হারামজাদা মার্কা উলংগ স্মার্টনেস হলো কথায় কথায় হিন্দি ছবির বুলি আউড়ানো... দেশি কুত্তা,বিদেশি গোলাম... খোদার কসম ভাই,মাইরা ফালাইতে মুন চায়.. এসব নিয়া চুলকানি থাকলে কমেন্ট থেকে ১০০ হাত দুরে থাকুন...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.