আমাদের কথা খুঁজে নিন

   

ধীরে বহে যমুনা অনাদিকাল হতে অনন্তের স্রোতে, গানে কবিতায় , প্রানের প্রান্তরে ।

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে যমুনা এক নদী নিরবধি বয়ে যায় কালের মহাস্রোতে। সেই কবেকার কথা , মমতাজ - শাহজাহান এর কাহিনী শেষ হয়ে গেছে কত কত যুগ আগে, যমুনার তীরে সৌধ হয়ে আছে তাজমহল। কতভাবে যমুনার কথা চলে আসে বারবার; বিশেষ করে হৃদয়ঘটিত ঘটনায় যমুনা নদীর উপস্থিতিকে ঈর্ষা করতে পারে অন্য নদী। তাই তো যমুনা ধন্য, যমুনা বরেন্য, যমুনা রমনীয়, নীরব যমুনার সরব উপস্থিতি গান কবিতায় গল্পে । যমুনাকে নিয়ে কিছু গানের কথা এখানে ।

(১) আজি সাঁঝের যমুনায় গো লিঙ্কঃ Click This Link (শিল্পী: রোজোয়ানা চৌধুরী বন্যা) (২) যমুনা ধীরে ধীরে লিঙ্ক: Click This Link ( শিল্পী: চন্দ্রানী মুখার্জী) (৩) যমুনা কাঁদে যেন লিঙ্ক: Click This Link ( সিপ্রা বসু) (৪) ওরে নীল যমুনার জল লিঙ্ক: Click This Link (শিল্পী: ফিরোজা বেগম) আরেকটি লিঙ্ক: Click This Link (?) (৫) নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় কে যায় কে যায় লিঙ্ক: Click This Link (ধীরেন্দ্রচন্দ্র মিত্র) (৬) গাগরী ভরনে আমি যাবনা যাবনা যমুনা বড় বেঈমান লিঙ্ক : Click This Link (??) (৭) ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে লিঙ্ক : http://www.mediafire.com/?ozxtmzh2mtz ( মান্না দে) (৮) মরি মরি লাজে আমি কি করে সই যাবো যমুনায় লিঙ্ক: Click This Link (হৈমন্তী শুক্লা) (৯) ভুল করে তুই চিনলি না তোর প্রেমিক শ্যাম রায় ঝাপ দিলি তুই মরন যমুনায় লিঙ্ক: Click This Link (ধনঞ্জয় ভট্রাচার্য) (১০) কাদের কূলের বউ গো তুমি কাদের কূলের বউ যমুনায় জল আনতে যাচ্ছো সঙ্গে নাই তো কেউ লিঙ্ক : Click This Link (রামকুমার চ্যাটার্জী) (১১) নির্জন যমুনার কূলে লিঙ্ক: http://www.mediafire.com/?nri9q6vr0pnc5nc ( দিলরুবা খান) (১২) ও সহেলী সাবধানে যমুনাতে চল লিঙ্ক: Click This Link ( হৈমন্তী শুক্লা) (১৩) কেন এলে যমুনা ( কবিতা ) লিঙ্ক: Click This Link ( মেহবুবা) ৪ নং থেকে ১২ নং পর্যন্ত গানগুলোর সন্ধান দিয়েছে গানচিল Click This Link এবং এসবের মধ্যে কিছু অপ্রচলিত গানও আছে । অতএব রীতিমত বিস্মিত ওনার গানের রাজ্যে আধিপত্য এবং ধী শক্তি দেখে । ধন্যবাদ গানচিলকে । গানের মধ্যে কবিতার অনুপ্রবেশ ( ১৩ নং দ্রষ্টব্য), কবিদের নিয়ে এই এক যন্ত্রনা; যেখানে সেখানে অনধিকার চর্চা । তবে এসব সে কবিরা করে যারা ঠিক কবি নয়, কবিতা যাদের জন্য নয় ।

যমুনাকে নিয়ে আগ্রহ এ নদীর স্রোতধারার মত চিরন্তন,বহমান ; তাই আরো আপডেট হবে ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.