আমাদের কথা খুঁজে নিন

   

শাবি ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে।।

আমার সবচেয়ে বড় পরিচয় হল আমি একজন মুসলমান । সবার আগে আমার ধর্ম দ্বীন ইসলাম । আজ প্রায় বিশ দিন পর ক্যাম্পাস এ গেলাম , তাও বাসে নয় । জানুয়ারী ১১ তারিখে আমি লাস্ট ক্লাস করেছিলাম , সেইদিন ক্যাম্পাসটা কত শান্তই না ছিল । সবকিছুই ঠিক ঠাক মত পুরুদমে চলছিল ।

হঠাৎ করেই সংঘর্ষ বেধে গেল , আমার কাছে মনে হয়েছে এটি পুরবপরিক্িল্পত । তা না হলে কুনো রকম উস্কানি ছাড়াই এত বড় সংঘর্ষ হয় কিভাবে ? তবে যাই হউক বর্তমানে ক্যাম্পাস শান্ত হয়ে আসছে । যদিও শিবির কর্মীরা কিছু ক্যাচাল এখনও করতেছে । আজকে গিয়ে আমি রীতিমত অবাক । পয়েন্টে পয়েন্টে পুলিশ পাহারা , বাসের মধ্যে পুলিশ ; নিজেকে ভিয়াইপি ভিয়াইপি লাগছিল ।

মজার বেপার হচ্ছে যখন গেটে গেলাম তখন দেখি কালো বাহিনীরা আমাদের পাহারায় নিয়োজিত । দেখে ভালই লাগলো ; মনে হচ্ছিল তারা আমাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য দারইয়ে আছে । আসল কথা হচ্ছে কাম্পাস ধীরে ধীরে প্রান ফিরে পাচ্ছে ; লুকাল কিছু প্রিন্ট মিডিয়ারা গুজব ছড়াচ্ছে , যার কারনে জনমনে ভীতি এখনও কাটে নাই । তবে আশা করছি শিগ্রই আমাদের প্রানের কাম্পাস আবার প্রান ফিরে পাব। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.