একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ... আমি কাজ জানি, কিন্তু আমি কাজ করবনা, বসে থাকবো, কারো কিছু বলার আছে? না। কারোরই কিছু বলার নেই, কেনোনা, আপনি সরকারী চাকুরী করেন। বাংলাদেশী ক্রিকেটাররাও মনে হয় আজকাল ক্রিকেট খেলাটাকে সরকারী চাকুরীর মতো মনে করছে। খেললে খেললাম, না খেললে নাই ব্যাপারটা যেনো এমন, একদিন অফিস ফাঁকি দিলে কি আর হবে! চাকুরীতো যাবে না। আর বেশী কাজ করলেই বা কি? তার চেয়ে মোটামুটি আসা যাওয়ার মধ্যে থেকে টুকিটাকি কাজ করে চাকুরীটা টিকিয়ে রাখতে পারলেই হলো। আমার সামর্থ্য আছে, ভালো পারফর্ম করার ক্ষমতা আছে, চেষ্টা নাইবা করলাম অথবা একটু হেয়ালীই করলাম, কারো কিছু বলার আছে? ভুলে গেলে চলবে না, সরকারী চাকুরীজীবীদের আজকাল দায়িত্ববোধটা একটু কম থাকে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।