পরিকল্পিত ভবন নির্মাণ করি, ভূমিকম্পের ক্ষতি থেকে মুক্ত থাকি। । ইন্ডিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ৪৬ টি পণ্যের শুল্ক মুক্ত বাণিজ্য সুবিধা দিয়েছেন অত্যন্ত চতুরতার সাথে। একই জাতীয় চারটি গামের্ন্টস পণ্যকে ঘুরিয়ে ফিরিয়ে ৪৬ টি নামের বিশাল তালিকা দিয়েছেন। এটা ঠিক শেয়ালের কুমিরের বাচ্চা প্রদর্শনের কল্প কাহিনীকেও হার মানিয়েছে।
আমাদের বাঘা বাঘা উপদেষ্টা আর আবুল মন্ত্রীরা ইন্ডিয়ার এই চাতুরতা কে কি হিসাবে দেখেছেন জানি না। তবে এটুকু জানি তারা চাতুরতার বিষয়টি মানতেই নারাজ।
ইন্ডিয়ার এই চাতুরতার সাথে কেবল বাঙালীর এগার পদের আলু ভর্তা ভাতের উদাহরন দেয়া যায়:
১। আলু।
২।
চাল।
৩। কাচা পানি।
৪। সেদ্ধ পানি।
(চাল অর্ধেক সেদ্ধ হবার পর পানি কম পড়ায় নতুন পানি
৫। কাচা লংকা।
৬। পেয়াজ।
৭।
লবণ।
৮। সরিষার তেল।
৯। আচারের তেল।
স্বাদ বর্ধনের জন্য।
১০। ধনিয়া পাতা।
১১। আলু সেদ্ধ করার জন্য পানি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।