WHAT A JOKE!!! কি নিদারুণ প্রহসন... কি অপূর্ব দেখা গেল... ভালো তো, ভালো না? স্বাধীনতার পর থেকে “বাংলাদেশ” নামটার সাথে যে কোন স্থানে, যে কোন মুহূর্তে সর্বজন ঘৃণিত বাংলাভাষী এক বেঈমানের কথা জিজ্ঞ্যাসিত হলে... প্রশ্নকর্তার প্রশ্ন শেষ হবার আগেই যে নামটা উত্তর হয়ে ছুটে আসবে, সেটা হল... গোলাম আযম। বাংলাদেশ জন্মের শুরু থেকে আজ, এই মুহূর্ত পর্যন্ত যার নামের আগে ও পেছনে শুধু কদাকার গালি উচ্চারিত হয়েছে, যে সমস্ত ষড়যন্ত্র, খুন, ধর্ষণ, ধর্মব্যবসা আর লুটপাটের মতো নির্মমতার একচ্ছত্র অধিপতি... আজ সেই ব্যাক্তির বিচারের রায়ে যে প্রহসন হল...তা আমার মতো সাধারন মানুষ যারা সাদা কে সাদা আর কালো কে কালো বলেই জানে – তাঁদের হৃদয়ে যে কি নিরুত্তাপ, নির্জলা, অন্তর্নিহিত চিরক্ষতের সৃষ্টি করলো তা এই পৃথিবীর অনেকেই জানবে না, বুঝবে না, বুঝতে চাইবে না... অথচ, এই ক্ষতের অসহ্য যন্ত্রণা ঐসব মানুষদেরকেই আমৃত্যু ভোগাবে – যাদের কিনা শেষ নিঃশ্বাস নেয়ার আগ মুহূর্ত পর্যন্ত এতটুকু, এক বিন্দু পরিমান মনুষ্যত্ববোধ – বিবেকবোধ বজায় থাকে। আজকের বাংলাদেশে কথিত আছে, জেল হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা। সেই জায়গাকেই আমরা এই কুখ্যাত বেঈমানের জন্য আজকে নির্দিষ্ট করে দিয়েছি। সরকার বদলের সাথে সাথে যে বাংলার রঙ, আকাশ, বাতাস সমস্তকিছু পরিবর্তন হয়ে যায়, সেখানে ওর মতো বেঈমানের মুক্তিতো শুধুমাত্র কয়েকটা চাঁপা দীর্ঘশ্বাসের সময় মাত্র। আর যে সরকার স্বাধীনতার পর থেকেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে গলা ফাটিয়ে, তর্জনী তুলে নিজেদের জানান দিয়েছে – তারাই যদি আজ এই বিচারে প্রহসন করে তবে... বাঙালীর যে আর কোথাও গিয়ে কাঁদবার, বিচার চাইবার জায়গা রইল না... হায়রে আমার মানব জন্ম, হায়রে আমার দুর্ভাগা বাঙালি জাতি...!!! হায়রে মানব জন্ম, হায়রে মানব সভ্যতা, হায়রে ক্ষমতাধরের চূড়ান্ত নির্লজ্জ আস্ফালন। দুনিয়া সৃষ্টির সময় আমাদের সাধারন বিবেকবোধ দেয়া হয়েছিলো বলে আমরা নাকি হয়েছি “আশরাফুল মাখলুকাত”...। এই কি সেই বিবেক বোধের পরিচয়? এই কি সেই পরিচয় যার কারণে পৃথিবীর সমস্ত সৃষ্টির চেয়ে আমাদেরকে পৃথক করে “সর্বশ্রেষ্ঠ”-র সম্মান দেয়া হয়েছিলো? এই কি সেই সম্মানের পক্ষে যথোচিত সম্প্রদান??? এই আমাদের আইন? এই আমাদের আদালত? এই আমাদের বিচারকার্য...??? ধিক, শতধিক আজকে আমাদের এই মনুষ্যত্ববোধের অবস্থানকে। যেন কোনো প্রতিযোগিতায় আমরা দিগ্বিদিকশূন্য হয়ে ছুটে চলেছি নিজেদের মানসিকতা - বিবেকবোধের নিচুত্য প্রমাণে অধিষ্ঠিত করতে...। কোথায় নেমে গেছি আমরা, আর কতটা নিচু হলে আমরা আমাদের অবস্থানকে নিচু বলবো... কোথায় সেই ঠিকানা, কোথায় সেই গন্তব্য...কোথায় এর শেষ...??? (নিজের সাথে আরো কিছু মানুষের নিষ্ফল আহাজারির সমর্থন জানাতেই “প্রথম আলো”-র এই প্রতিবেদন আরো কিছু মন্তব্য তুলে দিলাম... যেখানে আরো কিছু প্রশ্ন আছে যার উত্তর আমার জানা নেই... আর, এগুলো কারো জন্যও নয়, শুধু নিজের ভেতর কিছু অর্থহীন সান্ত্বনা পাবার আঁশে...নিজের কাছেই রেখে দিলাম)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।