তোমারে বন্দনা করি স্বপ্ন-সহচরী লো আমার অনাগত প্রিয়া, আমার পাওয়ার বুকে না-পাওয়ারতৃষ্ণা-জাগানিয়া! তোমারে বন্দনা করি…. হে আমার মানস-রঙ্গিণী, অনন্ত-যৌবনা বালা, চিরন্তনবাসনা-সঙ্গিনী! আসেন সবাই বাংলা দ্বিতীয় পত্রের “ক্রিয়ার কাল” নিয়ে একটু পড়াশোনা করি।
বিষয় বাংলা দ্বিতীয় পত্র : ক্রিয়ার কাল
ক্রিয়ার কাল: বর্তমান, অতীত, ভবিষ্যৎ ও অনুজ্ঞা
লক্ষ করো: ১. আজ স্কুল খোলা।
২. গতকাল স্কুল বন্ধ ছিল।
৩. আগামীকাল থেকে পরীক্ষা শুরু।
ওপরের বাক্য তিনটিতে ক্রিয়াপদগুলো নিষ্পন্ন হওয়ার বিভিন্ন সময় বোঝানো হয়েছে।
প্রথম বাক্যে ‘খোলা’ ক্রিয়াটি বর্তমান সময়ে নিষ্পন্ন হয়। দ্বিতীয় বাক্যে ‘ছিল’ ক্রিয়াটি পূর্বে বা অতীতে সম্পন্ন হয়েছে। তৃতীয় বাক্যে ‘হবে’ ক্রিয়াটি দ্বারা কাজটি পরে বা ভবিষ্যতে সম্পন্ন হবে, এমন ভাব প্রকাশ পেয়েছে। দেখা যাচ্ছে, মনোভাব প্রকাশের জন্য বাক্যের ক্রিয়াপদ বিভিন্ন সময় বা কালে সম্পন্ন হওয়া নির্দেশ করে থাকে। ক্রিয়া সম্পন্ন হওয়ার এই সময় বা কালকে ক্রিয়ার কাল বলে।
# ক্রিয়ার কাল তিন প্রকার। যথা:
১. বর্তমান কাল ২. অতীত কাল
৩. ভবিষ্যৎ কাল
১. বর্তমান কাল: যে ক্রিয়া এখন সম্পন্ন হয় বা হচ্ছে বোঝায়, তাকে বর্তমান কাল বলে। যেমন: আমি পড়ি। সে যায়।
২. অতীত কাল: যে ক্রিয়া আগেই সম্পন্ন হয়েছে, তার কালকে অতীত কাল বলে।
যেমন: আমি তাকে দেখেছিলাম। মা রান্না করছিলেন।
৩.ভবিষ্যৎ কাল: যে ক্রিয়া ভবিষ্যতে সম্পন্ন হবে এমন বোঝায়, তার কালকে ভবিষ্যৎ কাল বলে। যেমন: বৃষ্টি আসবে। পার্থ নাচবে।
# প্রতিটি কাল আবার কয়েক ভাগে বিভক্ত। যথা :
১. বর্তমান কাল: ক. সাধারণ বর্তমান
খ. ঘটমান বর্তমান গ. পুরাঘটিত বর্তমান
২. অতীত কাল:
ক. সাধারণ অতীত খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত ঘ. নিত্যবৃত্ত অতীত
৩. ভবিষ্যৎ কাল: ক. সাধারণ ভবিষ্যৎ
খ. ঘটমান ভবিষ্যৎ গ.পুরাঘটিত ভবিষ্যৎ
১. বর্তমান কাল
ক. সাধারণ বর্তমান: যে ক্রিয়ার কাজটি বর্তমানে সাধারণভাবে ঘটে বা হয়, তাকে সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান কাল বলে। যেমন :
সকালে সূর্য ওঠে।
দুই আর দুইয়ে চার হয়।
খ. ঘটমান বর্তমান: যে ক্রিয়ার কাজ বর্তমানে ঘটছে বা চলছে, এখনো শেষ হয়ে যায়নি, তাকে ঘটমান বর্তমান কাল বলে।
যেমন:
আমার ছোট ভাই লিখছে। ছেলেরা এখনো ফুটবল খেলছে।
গ. পুরাঘটিত বর্তমান: যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে, তাকে পুরাঘটিত বর্তমান কাল বলে। যেমন:
এখন বাবা অফিস থেকে ফিরেছেন। এবার মা খেতে ডেকেছেন।
২. অতীত কাল
ক. সাধারণ অতীত: যে ক্রিয়া অতীত কালে সাধারণভাবে সংঘটিত হয়েছে, তাকে সাধারণ অতীত কাল বলে।
যেমন :
তিনি খুলনা থেকে এলেন।
আমি খেলা দেখে এলাম।
খ. ঘটমান অতীত: যে ক্রিয়া অতীত কালে চলেছিল, তখনো শেষ হয়নি বোঝায়, তাকে ঘটমান অতীত কাল বলে। যেমন:
রিতা ঘুমাচ্ছিল।
সুমন বই পড়ছিল।
গ. পুরাঘটিত অতীত: যে ক্রিয়া অনেক আগেই শেষ হয়ে গেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলে। যেমন:
আমরা রাজশাহী গিয়েছিলাম।
তুমি কি তার পরীক্ষা নিয়েছিল?
ঘ. নিত্যবৃত্ত অতীত: যে ক্রিয়া অতীতে প্রায়ই ঘটত এমন বোঝায়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে। যেমন :
বাবা প্রতিদিন বাজার করতেন।
ছুটিতে প্রতিবছর গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম।
৩. ভবিষ্যৎ কাল
ক. সাধারণ ভবিষ্যৎ: যে ক্রিয়া পরে বা ভবিষ্যতে সাধারণভাবে সংঘটিত হবে, তার কালকে সাধারণ ভবিষ্যৎ কাল বলে।
যেমন-বাবা আজ আসবেন। আমি হব সকালবেলার পাখি।
খ. ঘটমান ভবিষ্যৎ: যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে, তার কালকে ঘটমান ভবিষ্যৎ কাল বলে।
যেমন: সুমন হয়তো তখন দেখতে থাকবে।
মনীষা দৌড়াতে থাকবে।
গ. পুরাঘটিত ভবিষ্যৎ: যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে এবং সেটি বোঝাতে সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করা হয়, এমন হলে তার কালকে পুরাঘটিত ভবিষ্যৎ কাল বলে। যেমন:
তুমি হয়তো আমাকে এ কথা বলে থাকবে। সম্ভবত আগামীকাল পরীক্ষার ফল বের হবে।
৪. অনুজ্ঞা
আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা ইত্যাদি বোঝাতে বর্তমান ও ভবিষ্যৎ কালের মধ্যম পুরুষে ক্রিয়াপদের যে রূপ হয়, তাকে অনুজ্ঞা বলে। যেমন:
১. বর্তমান কালের অনুজ্ঞা: তোমরা কাজ করো। রোহান লিখুক। মিথ্যা কথা বলো না।
বর্তমান কালের অনুজ্ঞার মধ্যম ও নাম পুরুষের রূপ :
২. ভবিষ্যৎ কালের অনুজ্ঞা: সব সময় সত্যি বলবে।
বড় হও, বুঝতে পারবে।
ভবিষ্যৎ কালের অনুজ্ঞার মধ্যম ও নামপুরুষের রূপ:
বহুনির্বাচনী প্রশ্নোত্তর:
১. ক্রিয়া যে সময় ঘটে সে সময়কে কী বলে?
ক. নাম পদ খ. ক্রিয়ামূল গ. ক্রিয়ার কাল ঘ. নামপদ
সঠিক উত্তর: গ. ক্রিয়ার কাল
২. কাল কাকে বলে?
ক. ক্রিয়া সংঘটনের সময়কে খ. ক্রিয়ার অবস্থাকে
গ. কর্তা যা করে তাকে ঘ. যেকোনো সময়ে
সঠিক উত্তর: ক. ক্রিয়া সংঘটনের সময়কে
৩. ক্রিয়ার কাল কত প্রকার?
ক. এক প্রকার খ. দুই প্রকার গ. তিন প্রকার ঘ. চার প্রকার
সঠিক উত্তর: গ. তিন প্রকার
৪. প্রত্যেক কাল আবার কয় ভাগে বিভক্ত?
ক. এক প্রকার খ. দুই প্রকার গ. তিন প্রকার ঘ. চার প্রকার
সঠিক উত্তর: ঘ. চার প্রকার
৫. ‘গল্পটি আমি মায়ের মুখে শুনেছি’—বাক্যস্থিত ক্রিয়াটি কোন কাল নির্দেশ করে?
ক. সাধারণ অতীত খ. পুরাঘটিত বর্তমান
গ. নিত্যবৃত্ত অতীত ঘ. ঘটমান অতীত
সঠিক উত্তর: খ. পুরাঘটিত বর্তমান
৬. কোনটি পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ?
ক. সবাই বসে গল্প করছিল খ. দেখিতে গিয়াছি পর্বত মালা
গ. গাইতাম গান শুনি কোকিলের ধ্বনি
ঘ. ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে
সঠিক উত্তর: খ. দেখিতে গিয়াছি পর্বত মালা।
৭. ‘এ বছর আমি এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়েছি’—এ বাক্যের ক্রিয়াপদটি কোন কালের?
ক. সাধারণ অতীত খ. পুরাঘটিত বর্তমান
গ. নিত্যবৃত্ত অতীত ঘ. ঘটমান অতীত
সঠিক উত্তর: খ. পুরাঘটিত বর্তমান
৮. যে ক্রিয়া বরাবর হয় বা এখন হচ্ছে, তার কালকে—
ক. বর্তমান কাল খ. অতীত কাল
গ. ভবিষ্যৎ কাল ঘ. কোনটি নয়
সঠিক উত্তর: ক. বর্তমান কাল
৯. ইতিহাসের ঘটনা বর্ণনায় অতীত কালের ক্রিয়া নিত্য বর্তমান হিসেবে ব্যবহূত হলে, তাকে কোন কাল বলে?
ক. পুরাঘটিত বর্তমান কাল খ. ঘটমান বর্তমার কাল
গ. ঐতিহাসিক বর্তমান কাল ঘ. নিত্যবৃত্ত বর্তমান কাল
সঠিক উত্তর: গ. ঐতিহাসিক বর্তমান কাল
১০. ‘বসন্তের হাওয়া বইছে’—কোন কালের উদাহরণ?
ক. সাধারণ বর্তমান খ. পুরাঘটিত বর্তমান
গ. ঘটমান বর্তমান ঘ. বর্তমান অনুজ্ঞা
সঠিক উত্তর: গ. ঘটমান বর্তমান
১১. কোনটি ঘটমান বর্তমান কালের উদাহরণ নয়?
ক. দিকে দিকে আগুন জ্বলছে খ. মিলা গান গাইছে
গ. আমি দেখলাম চোর পালাচ্ছে ঘ. কাজটি কি তুমি করেছিলে
সঠিক উত্তর: ক. দিকে দিকে আগুন জ্বলছে
১২. তখন আমরাও খেলতাম—কোন কালের উদাহরণ?
ক. সাধারণ অতীত কাল খ. ঘটমান বর্তমান কাল
গ. পুরাঘটিত বর্তমান কাল ঘ. নিত্যবৃত্ত অতীত কাল
সঠিক উত্তর: ঘ. নিত্যবৃত্ত অতীত কাল
১৩. যে ক্রিয়া অতীত কালে চলেছিল এবং তখনো শেষ হয়নি এরূপ বোঝায়, তার কালকে কী বলে?
ক. সাধারণ অতীত খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান ঘ. ঘটমান অতীত
সঠিক উত্তর: ঘ. ঘটমান অতীত
১৪. ‘সে পড়ছিল’—কোন কাল নির্দেশ করে?
ক. সাধারণ অতীত খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান ঘ. ঘটমান অতীত
সঠিক উত্তর: ঘ. ঘটমান অতীত
১৫. যে ক্রিয়া আগেই শেষ হয়ে গেছে, তাকে বলে—
ক. পুরাঘটিত অতীত খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান ঘ. ঘটমান অতীত
সঠিক উত্তর: ক. পুরাঘটিত অতীত
১৬. পুরাঘটিত অতীত কালের উদাহরণ কোনটি?
ক. মেয়েটি কাঁদছিল খ. জীবন স্কুলে গিয়েছিল
গ. বইটি পড়েছিলাম ঘ. সব কয়টি
সঠিক উত্তর: ঘ. সব কয়টি
১৭. যে ক্রিয়া অতীত কালে সব সময় ঘটত, তার কালকে কী বলে?
ক. নিত্যবৃত্ত অতীত খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত ঘ. ঘটমান ভবিষ্যৎ
সঠিক উত্তর: ক. নিত্যবৃত্ত অতীত
১৮. তন্বী বেড়াতে গেলে খুকী খুশি হতো—কোন অতীত কালের উদাহরণ? ক. নিত্যবৃত্ত অতীত খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত ঘ. ঘটমান অতীত
সঠিক উত্তর: ক. নিত্যবৃত্ত অতীত।
১৯. অতীত কালের অভ্যাস বোঝাতে কোন কাল হয়?
ক. নিত্যবৃত্ত অতীত খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত ঘ. ঘটমান অতীত
সঠিক উত্তর: ক. নিত্যবৃত্ত অতীত।
২০. ‘তিনি প্রতিদিন এখানে আসতেন।
’ এ বাক্যে ‘আসতেন’ ক্রিয়াটি কোন কালের?
ক. ঘটমান ভবিষ্যৎ খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত ঘ. নিত্যবৃত্ত অতীত
সঠিক উত্তর: ঘ. নিত্যবৃত্ত অতীত
২১. অতীত কালে যে ক্রিয়া সাধারণত ‘অভ্যস্ততা’ অর্থে ব্যবহূত হয়, তাকে কোন কাল বলে?
ক. পুরাঘটিত অতীত খ. নিত্যবৃত্ত অতীত
গ. ঘটমান বর্তমান ঘ. সাধারণ অতীত
সঠিক উত্তর: খ. নিত্যবৃত্ত অতীত
২২. কোন বাক্যে সম্ভাবনা প্রকাশে নিত্যবৃত্ত অতীত কালের বিশিষ্ট ব্যবহার হয়েছে?
ক. আমরা রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম
খ. ২৭ হতো যদি ১২৭
গ. তুমি যদি যেতে তবে ভালোই হতো
ঘ. কোনটিই সঠিক নয়
সঠিক উত্তর: গ. তুমি যদি যেতে তবে ভালোই হতো
২৩. নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ কোনটি?
ক. তুমি গিয়ে ছিলে খ. তুমি পড়তে থাকবে
গ. আমি সেখানে যেতাম
ঘ. আমি লিখে থাকব
সঠিক উত্তর: গ. আমি সেখানে যেতাম।
সূত্র:
http://radiantcoaching.blogspot.com/
ধন্যবাদ সকলকে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।