বংলাদেশে আমার জন্ম। কিন্তু কোন এক র্দুঘটনায় ফ্রান্সে চলে আসি। এখনো কিছুই করতে পারিনি। এখানে ভালো লাগেনা তবুও থাকি। কি আর করার ! কিছু করে তো চলতে হবে ।
আমার ভাল তেমন কোন গুন নেই। গান শুনতে ও গাইতে ভাল লাগে। স্কুলে দুইবার গান করেছিলাম। তখন সবাই বলেছিল বড় হল আমি ছোট বেলা থেকে আজ পর্যন্ত যে সকল গান শুনেছি , সিনেমা দেখেছি ও উপন্যাস পরেছি এর বেশির ভাগই প্রেম কাহিনি বা প্রেম সর্ম্পকিত। আমরা সবাই জীবনের কোন না কোন সময় প্রেমে পরেছি ।
প্রেম বা ভালবাসতে চেয়েছি কোন মেয়েকে বা মেয়েরা ছেলেকে । এর জন্য কত কিছুই না করেছি । আনেকে প্রেম করে না পেয়ে নেজের জিবন দিয়ে দিয়েছে।
কিন্তু প্রেম বলে পৃথীবিতে কি কোন কিছু আছে ?
আমার মনে হয় নেই। কারন একটা ছেলের সাথে একটা মেয়ের কখনই প্রেম বা ভালবাসা হয় না।
হয় যেটা সেটা হল দেহের প্রতি দেহের টান বা আর্কষন। দুজন দুজনকে কাছে পাওয়া । আর্কষন টা বাদ দিলে প্রেমের অস্তিত্বই আর থাকে না।
প্রত্যেকে ভালবাসার পর একটা কথাই বলে সেটা হচ্ছে তোমাকে চাই তুমি আমার।
মানে কি ? মন টা না দেহটা আমার ?
একটা বাদ দিলেই প্রেমের অস্তিত্ শেষ।
সবাই কি দুইটি পায় ? পায় না ।
দেহ না পেলে প্রেম হয় না ! আবার মন না পেলেও প্রেম হয় না।
প্রত্যেকেই প্রেম করে তাকে কাছে পাবার জন্য বা বিয়ে কারার জন্য । আর এ সব কিছুর মুলে আসলে একটা বিষয়ই কাজ করে সেটা হলো দেহের প্রতি দেহের টান বা আর্কষন ।
আপনি আপনার চারপাশে তাকিয়ে দেখুন সবাই এই একটা কারনেই প্রেম করছে ।
কেউ কি এমন প্রেম করছে যে তারা দুজন দুজনকে কাছে না পেলেও চলবে? কেউ কি আছে যে শুধু মন কে ভালবেসেছে দেহকে নয় ? আমার মনে হয় নেই।
মুল কথা হচ্ছে প্রেম করলে তাকে কাছে পাতেই হবে।
ঘুরে ফিরে সব কিছুর মুলে হচ্ছে দেহ।
তাহলে আমরা এটাকে প্রেম কেন বলব ? এটা অন্যকিছু। এটা তো প্রেম বা ভালবাসা না।
আপনি কি মনে করেন ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।