অপসৃয়মান অপরান্হের নিঃসঙ্গ কবি গাছ পানি পেয়ে বাঁচে আমি তোমাকে দেখে ,...। তোমার খানিক করুন আদ্র করুনায় । অথচ তোমাকে দেখিনা সেও সহস্রকাল আমি তবু দিৱ্যি বেঁচে আছি............. বেঁচে আছি ভারী বোঝা বয়ে বেড়ানো কুলিটার মত যে জম্মাবধী দুখী জীবনটার লাগাম টেনে বেড়াচ্ছে কিন্তু কখনো জীবনের সংঙ্গা খুঁজতে যায়নি। তোমাকে লিখতে ভূলেই গিয়েছিলাম অনেকদিন কাল হঠাৎ তোমাকে মনে পড়তেই চোখে জল এসে গেল বড় বুঝলাম, তোমার জন্য আজো এই হৃদয়ে অহনিশ হাহাকার বুঝলাম, পৃথিবী ভীষন থমকে আছে সেই পূরনো কাসুন্দিতে এক লব্বের বুড়ো তজনীতে ।........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।