আমাদের কথা খুঁজে নিন

   

এভাবেই বেড়ে ওঠো করতলে

আহসান জামান এভাবেই বেড়ে ওঠো করতলে শুভ্রতা আমার জলজ মৃনালে গেঁথে রেখো বেদনার শালিক পাখি পৃথিবীর খররৌদ্রে এঁকে দিও দহনের পদচিহ্ন। মুছে ফেলে কী হবে যাপনের পদাবলী; কোমল জলের নীচে থির হয়ে বসে থাকে অতীতের বাজপাখি। রক্তে পড়েছে টান; এখন পিছন ফিরে পথ-হাঁটা-পথ, ওড়ে স্মৃতির বিষাদ ঘুড়ি। নোঙর ফেলেছি জেনো আকুলতায় জেগেছে যা অন্তরালের কাঁটা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।