ডাক্তার নামের একটি প্রানী হওয়ার চেষ্টায় আছি। ঢাকা, সেপ্টেম্বর ০৫ নাইজেরিয়ার সাবেক ফুটবলার এমেকা এজেউগোকে একটি পিস্তলসহ রাজধানীর ওয়েস্টিন হোটেল থেকে আটক করেছে পুলিশ।
এমেকা দাবি করেছেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ লাইসেন্স করা অস্ত্রটি তার কছে রাখতে দিয়েছেন। পুলিশ কায়সার হামিদকেও গুলশান থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।
পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার খন্দকার লুৎফুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে এমেকা হোটেলে ঢোকার সময় আর্চওয়ে তার কাছে অস্ত্র থাকার সংকেত দেয়।
পুলিশ তার ব্যাগ তল্লাশি করে একটি পিস্তলটি পায়।
"এমেকা দাবি করেন, এটি কায়সার হামিদের লাইসেন্সে করা অস্ত্র। তিনি এটি রাখতে দিয়েছেন। "
কায়সার হামিদ কোথায় জানতে চাইলে এমেকা পুলিশকে বলেন, তিনি ফুটবল ফেডারেশনে রয়েছেন। এরপর পুলিশ এমেকাকে গুলশান থানায় নিয়ে যায়।
কায়সার হামিদকেও ফোন করে থানায় নিয়ে যাওয়া হয়।
লুৎফুল কবীর বলেন, "আমরা দুজনকেই জিজ্ঞাসাবাদ করছি। কায়সার হামিদ তার অস্ত্রের কাগজপত্র জমা দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। "
"পিস্তলটি কায়সার হামিদের হয়ে থাকলেও তা এমেকাকে দেওয়া তার উচিৎ হয়নি," যোগ করেন তিনি।
দাবাড়– রানী হামিদের ছেলে কায়সার ও নাইজেরিয়ার এমেকা দীর্ঘদিন একসঙ্গে মোহামেডান স্পের্টিং ক্লাবে খেলেছেন।
১৯৮০ এর দশকে দেশের অন্যতম সেরা ডিফেন্ডার কায়সার হামিদ জাতীয় দলের হয়েও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন দীর্ঘদিন। আর এমেকা ১৯৯৪ সালের নাইজেরীয় বিশ্বকাপ দলে ছিলেন।
গুলশান থানা পুলিশ বলছে, এমেকা রোববার ওয়েস্টিন হোটেলের ১০০৪ নম্বর কক্ষটি ভাড়া নেন। সোমবার রাতে নিজের কক্ষে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
সূত্র ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।