সীতাকুণ্ডে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। আটক তিন ডাকাত হল- দেলোয়ার, তছইল্যা এবং জাহাঙ্গীর। তারাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকাত চক্রের সদস্য।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান জানান, শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডে পিএইচপি গ্লাস ফ্যাক্টরির পেছনের পাহাড় থেকে তাদের আটক করা হয়। ডাকাতদের কাছ থেকে তিনটি কাটা রাইফেল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, তিন ডাকাত পাহাড়ের ভেতরে গোপন আস্তানায় বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পুরো এলাকা ঘিরে তল্লাশি শুরু করলে তারা পালিয়ে যায়। পরে তিনজনকে আশপাশের বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়। আটকের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী পিএইচপি’র কারখানার পেছন থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। আটক তিন ডাকাতের বিরুদ্ধে সীতাকুন্ড থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
আটক তিন ডাকাতের প্রত্যেকের বিরুদ্ধে মহাসড়কের বিভিন্ন স্থানে ডাকাতির অভিযোগে আগেই ৬-৭টি করে মামলা আছে বলেও জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।