সোমবার সকালে নগরীর কদমতলি এলাকার একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ। এ সময় কাভার্ড ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্য আট জনকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম জানান, গ্রেপ্তার রাজীব (৩০) ও নূরের (২২) কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার অন্য আটজন ট্রাকচালক বলে ওসি জানান। তবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।
ওসি জাহেদুল বলেন, একটি কাভার্ডভ্যান ছিনতাই মামলার আসামিদের গ্রেপ্তারে কদমতলির ডায়মন্ড হোটেলে অভিযান চালানো হয়। এসময় একটি কক্ষ থেকে রাজীব ও নূরকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
কাভার্ডভ্যান ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে অন্য আট জনকে গ্রেপ্তার করা হয়।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কাভার্ডভ্যান ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে,” বলেন ওসি।
রাজিব ও নূরের বিরুদ্ধে সদরঘাট থানায় অস্ত্র আইনে মামলা করা হবে বলে জানান তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।