রাজশাহীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার বিজয়নগর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পনেরোরশিয়া গ্রামের বসির উদ্দিনের ছেলে শিমুল (২৫) ও পাবনার হেমায়েতপুর উপজেলার চর ঘোষপুর এলাকার বাচ্চু শেখের ছেলে আলম শেখ (২২)।
পুলিশ সূত্র জানায়, বেলা ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি রাজশাহী উদ্দেশ্যে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রেমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম তাদের পথরোধ করেন। এসময় তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোকাদ্দেম আলী জানান, আটককৃতদের থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবসার অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।