আমাদের কথা খুঁজে নিন

   

ভবিষ্যতের বিয়ার কথা বার্তার নমুনা ( রাজিব-প্রভা ঘটনা দ্বারা ইন্সপায়ার্ড)

ব-দ্বীপ মানে বদ্‌ দের দ্বীপ না কিন্তু। দয়া করে কেউ ভুল বুঝবেন না। যদিও বাংলাদেশের অবস্থা দেখে ভুল বোঝা স্বাভাবিক।

এক মাইয়া আর পোলার বিয়ার কথাবার্তা হইতাসে। পাত্র পক্ষঃ মাইয়ার চরিত্র কেমন? ঊত্তরঃ মাইয়া খুবই ভাল, মাত্র ২ টা না ৩ টা ভিডিও (অবশ্যই রাজিব-প্রভা টাইপ ভিডিও) তাও ইন্টারনেটে পাওয়া যায় না।

সি ডি করা আছে। পাত্র পক্ষঃ ও তাই তাইলে তো মাইয়া খুবই ভাল। অথচ মানুষ কত কথা ছরায়। আমরা রাজি। শুকর আলহামদুলিল্লাহ।

পাত্রী পক্ষঃপোলার কি অবস্থা? পাত্র পক্ষঃ পোলাতো খুবই ভাল, অনেক আকাম করছে মাগার বাপ হয় নাই! পাত্রী পক্ষঃ তাই! পোলার সততা নিয়া কিছু কন। পাত্র পক্ষঃ আরে পোলা এতই সৎ যে অর কাছে অনেক মাইয়ার আকামের ভিডিও থাকলেও ইন্টারনেটে তা ছারে নাই। এমনকি আমি বাপ আমারেও দেখতে দেয় নাই, বুঝেন! পাত্রী পক্ষঃ আরে এত সোনার টুকরা পোলা! তাইলে বিয়াই সাব আর দেরি করা যায়না। আপনারা কি কন?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।