সকলের মাঝেও আমি একা হলেও আমি বিষন্ন নই; আমি গর্বিত। আর আমার দূর্বলতাই আমার সবচেয়ে বড় শক্তি। বৃষ্টি হচ্ছে............. বৃষ্টি.............. অনেকদিন পর, ঝুম বৃষ্টি.............. এই না হলে বর্ষা...... অনেকদিন পর বৃষ্টি এসে তার মাদকতাময় রিমঝিম শব্দে পাগল করে দিচ্ছে... মুছে দিচ্ছে সব পঙ্কিলতা... এই বৃষ্টিতে... ছাদে দাঁড়িয়ে যখন আকাশের দিকে মুখ তুলে, হাত দুটো বাড়িয়ে চোখ বন্ধ করে ভিজি মনের সব দুঃখ চলে যায়, মনে হয় মনের সব পাপ ধুয়ে যাচ্ছে... বৃষ্টি হচ্ছে............. বৃষ্টি.............. অনেকদিন পর, ঝুম বৃষ্টি.......শুদ্ধতার বৃষ্টি....... যদি সাথে থাকে প্রিয়জন.. হাত দুটি ধরে তাকে টেনে নিয়ে আসি বৃষ্টির মাঝে, মেতে উঠি জলকেলিতে, জড়িয়ে ধরি তাকে...সবার আড়ালে....হয়ত ক্ষনিকের বজ়্রপাত, ক্ষনিকের বিজলি চমকানো... ভয় পেয়ে লুকিয়ে যাই তার বুকে...আর সেই দুষ্টুটা, দুষ্টু হাসি হেসে এঁকে দেয় ঠোঁটে গাঢ় চুম্বন....লজ্জায় লাল আমি সরে যেয়েই ফিরে আসি... বৃষ্টি হচ্ছে............. বৃষ্টি.............. অনেকদিন পর, ঝুম বৃষ্টি.......আদরের বৃষ্টি....... হয়তোবা ব্যস্ত রাস্তায়... ব্যস্ত এই শহরে, ব্যস্ত মানুষের ভিড়ে....যখন সবাই ব্যস্ত নিজের তালে, আমি আর সে.. একটি ছাতার নিচে মেতে উঠি ভালবাসার গানে- বৃষ্টির ছন্দে, নেচে উঠি ভালবাসার তালে- বৃষ্টির গানে... দুজন দুজনের চোখে খুঁজে বেড়াই ভালবাসার সুর.... বৃষ্টির লয়ে..... বৃষ্টি হচ্ছে............. বৃষ্টি.............. অনেকদিন পর, ঝুম বৃষ্টি......সুরের বৃষ্টি........ যদি জমে ওঠে মেঘ মনের কোণে...চোখে জমে জল..গাল বেয়ে ঝরে পরে বৃষ্টিধারা... অপেক্ষায় থাকি একটি মাত্র কলের....তখন ই বেজে ওঠে মুঠোফোন....প্রেমময় কন্ঠে সে বলে ওঠে “ভালবাসি”.... সব দুঃখ ভুলে যেতে ইচ্ছে করে...কিন্তু তা কি হয়?? কপট অভিমানের ঝংকার ওঠে এপাশে..তখন হয়ত সে গেয়ে ওঠে কোনো গান...বাইরে চলে আসি দুজনে বৃষ্টির মাঝে... বৃষ্টি হচ্ছে............. বৃষ্টি.............. অনেকদিন পর, ঝুম বৃষ্টি......অভিমানের বৃষ্টি........ মনে পরে ওঠে সেই দিন.....১লা শ্রাবণ...... বৃষ্টিময় সেই দিন... ১ম দেখা..১ম পরিচয়..সবকিছু..... এমনই কোনো এক ১লা শ্রাবনে হয়ে যাব দুজন দুজনের সারাটি জীবনের জন্য....... বৃষ্টি হচ্ছে............. বৃষ্টি.............. অনেকদিন পর, ঝুম বৃষ্টি.............. ভালবাসার বৃষ্টি, সোনালী স্মৃতির বৃষ্টি...। [পূর্বে প্রকাশিত] একা এক স্বপ্নীল পথিক ০৪/০৯/২০১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।