জ্ঞানের জন্য পড়ি,তৃপ্তির জন্য লিখি।তাই ব্লগ আমার কাঙ্খিত স্তান। একটা দেহে দশটা জীবন এটা কোন বিধান হল? একটা দেহে দশটা জীবন চাইছি আমি আজকে থেকে হে প্রভূ দাও একটা দেহে দশটা জীবন। মায়ের কাছে ঋণি আমি হাজার দিকে বায়ূর ঋণ ,মাটির ঋণ ,পানির ঋণ চাষির ঋণ ,জেলের ঋণ। এত ঋণের বৌদলতে একটা জীবন, এটা কোন যুক্তি হল?বিধান হল? মায়ের জন্য যুদ্ধে যাব এক মরাতেই শহিদ হব,সর্গ পাব দানব ছায়ায় মাকে রেখে স্বর্গসুখে গা ভাসাব? গাজি শহিদ তকমা চাইনা সুখ সাগরের বজরা চাইনা চাই শুধু দশটা জীবন। মায়ের তরে নির্বিকারে বিলিয়ে দেয়ার লোহিত জীবন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।