আমাদের কথা খুঁজে নিন

   

কখনো কি এইভাবে ভেবেছেন?? ঠিক এইভাবে..........

আজকাল পুলিশকে নিয়ে খুব আলোচনা হচ্ছে। ঠিক আলোচনা না সমালোচনা। জাত পাত ধ্বংস করার মতো সমালোচনা!! উপরের যে ছবিটি দেখছেন সেই ছবিটি কিছুক্ষণ আগে এক ফ্রেন্ডের শেয়ার করা একটা ছবি। সেখানে দেখাচ্ছে চীন, নিউইয়র্ক এবং মিশরের পুলিশ কতো ভালো। তারা কেবল মানুষকে সাহায্য করতে জানে।

খারাপ কি কিছুই বুঝে না!! কিন্তু বাংলাদেশের পুলিশ!! কি জঘন্য খারাপ। মানুষকে রাস্তা ঘাঁটে পাইলেই পিঁটায়। উনাদের জাতটাই মনে মনে অ্যালার্জিতে আক্রান্ত! যেন নিয়োগই দেয়া হইছে পিটানোর জন্য। ট্রেনিংএ মনে হয় পিটাইতে পারলেই পাশ দিয়া কর্মস্থলে নিয়োগ দিয়া দেয়!! যারা এমন ভাবছেন তাদের কয়েকটা প্রশ্ন করি। ১।

আচ্ছা, ঐ ছবিতে যেসব বিদেশী ভালো পুলিশ দেখাচ্ছে উনাদের যদি সৌভাগ্যক্রমে বাংলাদেশ পুলিশে নিয়োগ দেয়া হয় তাহলে উনারা কেমন থাকবেন? ২। মিশর, চীন এবং নিউ ইয়র্কের সরকার যদি বাংলাদেশের সরকারের পরিবর্তে প্রথিস্থাপিত হয়ে হয় তাহলে ফলাফলটা কেমন হবে। বাংলাদেশের পুলিশ তাহলে কেমন আচরণ করতো?? আমাকে যদি উত্তর দিতে বলেন তাহলে বলবো : উত্তর ১: বিদেশের পুলিশ এই দেশে বাংলাদেশের পুলিশের মতই শেষমেশ আচরণ করবে। উত্তর ২ : এক্ষেত্রে সফল হওয়ার সম্ভবনা অনেক। আমরা কিছু লোক মাথা না খাঁটিয়ে বোকার মতো তুলনা করে বসি।

সমজাতীয় এবং একই রকম পরিবেশের সাথে তুলনা করতে হয়। আমরা যখন বাংলাদেশ এবং ঐ দেশগুলোর সাথে তুলনা করি তখন মাথায় রাখা দরকার বাংলাদেশের সাথে ঐ দেশের পরিবেশ এক না। আর পুলিশকে চালায় কে? সরকার। যেহেতু সরকার চালায় তাহলে মুখ্য হল সরকার আর গৌণ হল পুলিশ। কাজেই সরকার ভালো হলে পুলিশ ভালো হতে বাধ্য।

একটা মানুষকে আপনি তখনই নিঃসন্দেহে ভালো বলতে পারবেন যে সর্ববস্থায় ভালো থাকতে পারে। একটা মানুষ খারাপ পরিবেশ পায়নি তাই খারাপ কাজ করতে পারেনি তাই বলে কি তাকে আপনি কি নিশ্চিতভাবে ভালো বলতে পারবেন?? প্রশ্নটা অনেক কঠিন হয়ে গেলো তাই না?? উদাহরণ দেই। খুব সম্ভবত লন্ডনে একবার বিদ্যুৎ ব্যবস্থা চরম বিপর্যয়ের মধ্যে পড়ে। একটা অঙ্গরাজ্যের একটা অংশে বিদ্যুৎ ছিল না। লে হালুয়া।

প্রচুর লোকজন ঘর থেকে বের হয়ে শপিংমল থেকে ইচ্ছামত চুরি করলো। এমনও দেখা গেলো যেসব লোক খুব ধনী তাদের সন্তানরাও এই চুরির সাথে জড়িত। কি বলবেন??? পরিস্থিতি পারিপার্শ্বিকতাই আসল মানুষ চিনিয়ে দেয়। পুলিশকে গালি দেয়ার আগে সরকারকে বেশি করে গালি দেন কারণ তারাই সব চালায়। বিদ্রঃ সবার মনের সন্দেহ দূর করার জন্য বলি আমার পরিবারে কেউ পুলিশ নাই।

ধন্যবাদ। ভালো থাকবেন। মন্তব্য করার আগে নিজের মাথাটা একটু খাটান অবহেলা অযত্নে ফেলে রাখবেন না  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.