আমাদের কথা খুঁজে নিন

   

জীবনই কখনো কখনো গল্পের মতো



সেক্সপিয়ার সেই বিখ্যাত উক্তি- "লাইফ ইজ এ্যা টেল, টোল্ড বাই এ্যান ইডিয়ট" জীবন কি? তার ব্যাখ্যা একেক জনের কাছে একেক রকম। লালন বলেছেন - খাচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়? জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরো আসা বাংলাদেশী দুই নাবিক জাফর ইকবাল এবং গিয়াস উদ্দিন। কখনো কখনো মৃত্যুকে খুব কাছাকাছি মনে হয়েছে তাদের। সোমালীয় জলদস্যুদের কবলে পড়া জার্মান অয়েল ট্যাংকার মারিড়া মারগারিটা। দীর্ঘ সাড়ে সাত মাস জিম্মি থাকার পর গত ২৮ ডিসেম্বর তারা মুক্তি পান। একবার ভাবুন সবার হাতে মারাত্ম অস্ত্র। মুহুর্তের জেদের বসত গুলি করে মেরে ফেলতে পারে যে কাউকে। অথবা তাদের মুক্তিপণের দাবী জোরালো করার জন্য যে কাউকে যেকোন সময় গুলি করে মারতে পারতো। টান টান উত্তেজনার এক রোমাঞ্চকর বর্ণনা পড়া গেল ফিরে আসা জাফর ইকবাল ও গিয়াস উদ্দিনের মুখে। আপনি চাইলে পড়তে পারেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.