আমাদের কথা খুঁজে নিন

   

প্রায়ই কিংবা কখনো কখনো

শ্রেণীহীন ব্লগ

আজকাল সবকিছুই ভুলে যাই আমি, শুধু কিছু কিছু জিনিস ছাড়া, আজকাল সবকিছুই ছেড়ে যায় আমায়, শুধু কিছু জিনিস আমি ছাড়ি না। ক্লাসের রুটিন, মালিবাগের ওলিগলি কিংবা, চালের বাজার দর অথবা অথর্ব সব তত্ত্বকথা, সবকিছুই ভুলে যাই আমি। ভুলবো না কেনো ? আমি যে কখনই ওসব মনে রাখিনি, রাখতে চাইও নি । তবু স্মৃতির ধ্রুপদী অন্ধকারে , তোমার এলোমেলো মুখোচ্ছবি, খুঁজতে আমি কখনোই ভুলিনি । ও...কে? না, না ...এ তো তুমি নও, তোমায় ছুঁলে যে , আমার কলজে থেকে রক্ত নিংড়ে পড়ে । তবু , তোমার স্মৃতি হাতড়ে যাই আমি ,আনাড়ি অন্ধের মতো যেন দিকভ্রান্ত পথিক এক। শুধু আক্ষেপ, সময় স্মৃতি থেকে কেড়ে নিয়েছে তোমাকে, তোমায় ছাড়তে চাইনি, তবু তুমি ছেড়েছো আমায়। সবকিছু ছেড়ে চলে যায়, সবকিছু ছেড়ে দেবো, যদি একবার....শুধু একবার , খুঁজে পাই তোমায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.