মন ভাল নেই... কোথাও যানজট নেই, ভিড় নেই, নেই কোলাহল। এমন ঢাকা সব সময় হয়না। এ যেন অন্যরকম এক ঢাকা। এমন ঢাকা বছরে দুটি ঈদেই কেবল উপভোগ করতে পারেন ঢাকায় থাকা মানুষগুলো। রাস্তাঘাট ফাঁকা।
বিপনি বিতান, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, খাদ্যসামগ্রী এমনকি জরুরি ওষুধের দোকানসহ বেশিরভাগই বন্ধ।
কাঁচাবাজারেও ক্রেতা বিক্রেতাদের তেমন কোনো হাক-ডাক নেই। বিপনি বিতানগুলোতে ঝুলছে তালা। শুধু রয়েছেন তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। রাস্তা দখল করে থাকা হকারের কোনো ঝামেলা নগরবাসীকে আর পোহাতে হচ্ছে না।
এসব চিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনের। পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগ করতে রাজধানীর বেশির ভাগ মানুষই গ্রামে চলে গেছেন। ফলে যানজট নেই, নেই গাড়ির ভিড় বা লম্বা লাইন, মানুষের ঠেলাঠেলি, গাড়ির বিষাক্ত ধোঁয়া।
এমন ঢাকায় একমাত্র থেকে আরেক প্রান্তে যেতে সময়ও লাগছে কম। উপভোগ করতে অনেকে ছুটির মধ্যে ঈদের দিন রাজধানী ঘুরে বেড়িয়েছেন।
ফার্মগেটে কথা হয় মো. জালাল উদ্দিনের সঙ্গে। মনিপুরি পাড়ার বাসিন্দা তিনি। তারমতে, আজকের ঢাকা দেখে কেউ চিন্তা করতে পারবে না ঢাকায় কী রকম যানজট ও ভোগান্তি নগরবাসীকে পোহাতে হয়। সত্যিই অন্যরকম।
এমন ঢাকা সব সময় দেখতে চান তিনি।
তাদের সঙ্গে একমত গাড়ির চালকরাও। যদিও যাত্রী কম। তারপরও যানজটের বালাই নেই।
আবদ্ল্লুাহপুর-গুলিস্তান রুটে চলাচলকারি তিন নম্বর বাসের চালক লিয়াকত বাংলানিউজকে বলেন, ‘মোটামুটি বিভিন্ন স্টপেজ গাড়ি নামিয়েও ৪০ থেকে একঘণ্টার মধ্যে আবদুল্লাহপুর থেকে গুলিস্তান চলে আসতে পারছি। আর অন্য সময় যানজটেই চলে যায় মাঝ মধ্যে তিন চার ঘণ্টা পর্যন্ত।
তবে এসময়ে ভিড় ছিলো রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে।
শনিবার পর্যন্ত সরকারি অফিস আদালতসহ ব্যাংক এবং আরও কিছু প্রতিষ্ঠানের ছুটি। ফলে ঢাকার এমন চিত্র আরও কয়েকদিন উপভোগ করবেন ঢাকাবাসী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।