আমাদের কথা খুঁজে নিন

   

এ বৃষ্টি ছুঁয়ে যাক তোমার হৃদয়

খুব ছোটকাল থেকে লেখালেখি করছি। গদ্য ,পদ্য দুটোই লেখার চেষ্টা করি। তবে সবাই বলে আমার গদ্যের হাত ভাল, আমিও তা মনে করি। তাই গল্প নিয়ে বেশি পড়ে থাকি। তবে পড়ালেখা ছেড়ে কখনো অন্য কিছু করার চেষ্টা করি না।

আমার সম্পাদিত প্রথম পত্রিকা `প্রভাতী' নামে একটা শিশু পাত এই বৃষ্টির শব্দ তুমি শুনতে কি পাও? পাংশু মেঘের ক্রন্দন লক্ষ বছর ধরে মুছে দিয়ে যাচ্ছে বিরহের কালো জল। পৃথিবী দেখেছে ক্লিওপেট্রার বৃষ্টিস্নাত দেহ আর আজও মনে রেখেছে। ইতিহাসের কত রূপসী রমনী বৃষ্টিকে দেখিয়েছে রূপ আর যৌবনের অদম্য বিলাস। দু'মেরুতে আজ বৃষ্টি ভেজা রাত্রি, পার্থক্য শুধু সময়। ভাবনার দৃশ্যপটে বৃষ্টিময় তোমার আমার কাব্য।

এ বৃষ্টি আমার হৃদয় ছুঁয়েছে আর ছুঁয়ে যাক তোমার হৃদয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.