ভাঁড় মে যাক দুনিয়া, মেরা কেয়া ! তোমারে বাসিয়া ভালো, জীবন হইলো আন্ধার কালো। জানি, নই আমি তোমার সমতুল্য, তবু কেনো আশায় থাকি, পাবো প্রেমের মুল্য। কান্দিতে কান্দিতে জীবন আমার গেলো......(২) নদী হইয়া যদি বহিয়া চলো, তোমার বুকে ঢেউ হইয়া, করবো টলমল। কান্দিতে কান্দিতে জীবন আমার গেলো......(২) তুমি তো আমারে বাসো নাই ভালো, তবু কেনো গোপনে, চোখের পানি ফেলো? আমার কথা যদি তোমার মনেই না আসে? বসে বসে কার কথা, ভাবো অবকাশে? কান্দিতে কান্দিতে জীবন আমার গেলো......(২)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।