আমি চাষার ছেলে, আমার গা দিয়ে কয় মাটির গন্ধ....
কে তোমারে এ বেশ ভুষন
পড়াইলো বলো শুনি
জিন্দা দেহে মরার বষণ
জিন্দা দেহে মরার বষণ
খের খাতা যার ডোরপোধিনি
কে তোমারে এ বেশ ভুষন
পড়াইলো বলো শুনি
কে তোমারে এ বেশ ভুষন
জিন্দা-মরার পোষাক পড়া
আপন সুরা আপনি সারা
ভবলোকে ধংস করা
ভবলোকে ধংস করা
এ অসম্ভব করনি
কে ......শুনি
কে .... ভূষন
যে মরনের আগে মরে
সমনে ছো-বে না
শুনেছি সাধুরও তারে
শুনেছি সাধুরও তারে
তাই বুঝি করেছো ধনি
কে তোমারে এ বেশ ভুষন
পড়াইলো বলো শুনি
কে তোমারে এ বেশ ভুষন
সেজোছো সাজ ভালই পারো
মরে যদি ডুবতে পারো
লালন বলে যদি ফেরো
লালন বলে যদি ফেরো
দুকূল হবে অপমানি
কে তোমারে এ বেশ ভুষন
পড়াইলো বলো শুনি
জিন্দা দেহে মরার বষণ
জিন্দা দেহে মরার বষণ
খের খাতা যার ডোরপোধিনি
কে তোমারে এ বেশ ভুষন
পড়াইলো বলো শুনি
কে তোমারে এ বেশ ভুষন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।