কবিতা লিখি - কবিতা ভালোবাসি........
যতোই দ্বিরুক্তি রাখো অরাজক চোখের তারায় -
ভোরের নদীরা হিম জ্যোৎস্নার জলসিড়ি ভেঙে
তোমার উঠোনে নামে , নিরাকুল পাখিদের চোখে
সুনন্দ মৈথুন রাগ ; প্রদোষের পরিযায়ী ছায়া -
তোমার ঠোঁটের মাঠে রজত রভসে ফিরে যায়
আনকোরা মুঠোরোদ , সোনালী সুরের ব্যালেরিনা !
বোধের বিভায় ভেজা জলরঙা বিবাগী দুপুর
ঘাসের সবুজ সুখ , শিশিরের ঘ্রাণ তুলে এনে
তোমার বুকের ভাঁজে বপন করেছি । সুনিবিড়
হৃদয়ের কলরোল - পাখিদের সুর সুরালাপে
রোদসী-রোদের রঙ - তোমারে এঁকেছি ; বৃতরাগ -
তুমিতো অনঙ্গ সুরা , উষসি জলের ভরা নদী ।
যতোই দ্বিরুক্তি রাখো অরাজক চোখের তারায় ,
বোশেখের ঝড়োজলে উচাটন তোমারে ছুঁয়েছি !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।