সাকিব ভাই একটু হাত মিলান, প্লিজ ....প্লিজ .....প্লিজ ........সাকিব ভাই..... ভাই..... ভাই......; ,বাহরাইনের এক্সিভিশন সেন্টার হলে ঈদ কনসার্ট করতে আসবে বাংগাল নায়ক সাকিব খান , তাকে একপলক দেখার জন্য একটু হাত মিলানোর জন্য প্রবাসী বাংগালদের সেকি উৎসাহ , অপেক্ষার প্রহর গোনা শেষ , আজকে মিডলইষ্টে প্রবাসীদের ঈদ হয়েছে, আগামী কাল বাংলাদেশে ঈদ হবে, প্রবাসে ঈদের কোন আনন্দ থাকেনা বললেই চলে,কিন্তু বাঙ্গালদের মনে অনেক ফুর্তি,প্রিয় নায়ক সাকিব খান আসবে তা-ই , সকালে ঈদের নামাজ পড়ে যার যেমন সবাই বাসায় চলে গেল , দিন শেষ হয়ে সন্ধ্যা হল, পূর্বের নির্ধারিত সময় অনুযায়ী রাতে কনসার্ট হবে, ইতিমধ্যে সাকিব এসে গেছে, বাহরাইনে বাংলাদেশীদের জনপ্রিয় স্থান বাঙ্গালী গলিতে চিপা রোড দিয়ে সাকিব হোটেলে যাচ্ছে , তাকে অভ্যর্থনা জানাতে আগে থেকে বাঙ্গালী গলিতে শত শত লোক জমায়েত করেছে, হঠাৎ একজন বলে উঠল, ওই সাকিব ভাই আইতাছে, হুররে....... তাকে সবার আগে দেখার জন্য পাগল বাঙ্গালদের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল , ওই দেখছি সাকিবরে, ওইযে..... সাকিব ভাই.....ভাই একটু হাত মিলান, প্লিজ ....প্লিজ .....প্লিজ ........সাকিব ভাই..... ভাই..... ভাই......; সাকিব খান বুকে হাত গুজিয়ে একদিয়ে তাকিয়ে-ই আছে, বাঙ্গালদের দিকে একবারের জন্যও সে তাকিয়ে দেখেনি তার সাথে হাত মিলাতে না পেরে এবার বাঙ্গালরা তাকে গালাগালি করতে লাগলো........শালা একটা হারামী..... শালা একবার তাকালোওনা হেন্ডসেকও করলোনা ।আহারে......... আমার কথা সাকিব খানকে কিছু মানুষ পছন্দ করে বলেই সে এতদুর এসেছে , জনগনের টাকায় সে বাড়ি গাড়ি বানিয়েছে, আবেগী জনগন তাকে দেখার জন্য এত দৌড়াদৌড়ি করলো ,অথচ সে একবারের জন্য তাকালোনা, জনগন তাকে ভালো না ভাসলে তার কি এক টাকার মূল্য আছে ! তার সমর্থকদের রেসপেক্ট করাতো দুরের কথা একটু চেয়েও দেখলোনা, এটা কি ঠিক হল আপনারাই বলুন.....???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।