সাধারণ একজন মানুষ ৮-১০ টা চুড়ি পরা আর নাক কান ফোড়ানো যদি ছেলেদের স্মার্টনেসের সংজ্ঞা হয়, তাহলে আমি বলব সবচেয়ে স্মার্ট হল হিজড়া গোষ্ঠী! তাদের অনুকরন করে নাক, কান ফুড়িয়ে আর হাতে ৮ - ১০ টা চুড়ি পড়ে যদি আমাদের দেশের ছেলেরা স্মার্ট হয়ে যায়, তাহলে তাদেরকে কেন স্মার্ট বলা হবে না??
প্রায় ১ যুগ আগে ছেড়া ফাটা প্যান্ট পরলে তাকে বলা হত টোকাই বা রাস্তার ছেলে! কিন্তু কিছুদিন আগে খুব চলল ছেড়া ফাটা প্যান্টের বাহার। যার প্যান্ট যত ছেড়া সে তত স্মার্ট। আর যদি ছেড়া ফাটা প্যান্ট না হয় তাহলে তো বন্ধু রা বলতে থাকে ' আনস্মার্ট, খ্যাত! ' এটা হল আধুনিকায়ন।
হাত পা ঢাকা থাকলে অনেককে বলতে শুনেছি ' এইডা কি পরছ ব্যডা ? আধুনিক কাপড় পর। ' আচ্ছা যদি ছেড়া ফাটা প্যান্ট স্মার্টনেসের পরিচয় বহন করে তাহলে টোকাই বা রাস্তার ছেলেদের কেন স্মার্ট বলা হবে না?তারাই তো এক যুগ আগে এই ফ্যাশন বাজারে নিয়ে এসেছে।
তাহলে তো আমাদের চেয়ে তারা একধাপ এগিয়ে থাকার কথা।
এযুগে ৪-৫ টা প্রেমিকা না থাকলে চলেই না। ( যার আধুনিক রুপ গার্লফ্রেন্ড। কিন্তু আমি এই ওয়ার্ডের পক্ষপাতি না। ) যে যত মেয়েকে পটাতে পারবে বা ঘুরাতে পারবে সে তত আধুনিক ছেলে! দাদা নানা দের মুখে শুনেছি বহু বিবাহের কথা।
যদি স্মার্ট বলতেই হয়, তাহলে গ্রামের ওইসব লোকদের আগে বলতে হবে যারা ৫-৭ বিয়ে না করা কে মানহানি বলে মনে করত!
আমরা প্রযুক্তিগত ভাবে অনেক অগ্রসর হয়েছি। উন্নতির দিকে নিয়ে গেছি আমাদের জীবনযার মানকে। কিন্তু আমাদের চিন্তা ভাবনা আর বিচারের মাপকাঠিকে যথাযত ব্যবহার করতে পারি নি এখন। অশ্লীলতা,নোংরামি,উগ্রতা কখনো স্মার্টনেসকে বহন করে না। আর যদি সেটাই আসল স্মার্টনেস হয়ে থাকে তাহলে ' ভদ্রতা, শদ্ধা,বিবেক,নম্রতা' - শব্দগুলোকে আমাদের ডিকশনারি থেকে উঠিয়ে দেওয়া হোক , আর না হলে আমাদের বিচারের মাপ কাঠিকে সঠিক করা হোক।
অশ্লীলতা,নগ্নতাকে খারাপ হিসেবেই দেখা হোক। মনে রাখবেন আধুনিকতা মানে অস্লীলতা বা নোংরামি নয়,আধুনিকতা মানে রুচিশীল চিন্তা ধারার অগ্রজ আর সভ্য ফ্যশন
লিখেছে Navid Arman Shifat ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।