সব কিছু যেন হয় কোনো কিছু যেন হয় না আমাদের বড় চাচার মাথাটা শেষ যেন কথাটথা ঠিক নেই বেশি কথা কয় কেন? রোজার শুরুতেই পাগলামি বেড়ে যায় সংযমের মাসটিতে মানুষ কেন এত খায়? চল্লিশ পদের ইফতারি তিরিশ পদে সেহারি তবু ক্ষ্যাপা কিছু মানুষ পায় না যে তেহারি। রমজানের আগে থেকেই ব্যবসায়ীদের ফন্দি জিনিসপত্রের দামের কলে করতে হবে বন্দি। প্রথম দিনের রোজা থেকে ঈদের কেনাকাটাও বাড়ি থেকে আসে চিঠি বেশি টাকা পাঠাও। সবার মনেই ঈদের বাণী আরও আগে থেকে কজন বলো পূণ্য করে তিরিশ রোজা রেখে? খাওয়া-দাওয়া কেনাকাটা বিলাশবাহুল মচ্ছব ঈদটা কি না হয়ে গেলো সামাজিক এক উৎসব? বড়চাচা ক্ষ্যাপেন সেদিন একটি খবর পেয়ে 'ব্যবসায়ীদের সিন্তিকেট বড়ো রাজার চেয়ে' কত রংয়ের কৌশল এঁটে করছে টাকা সাফ এমন কোনো নেই যে ওজর পাবে কেহ মাফ। বড় চাচা বলেন সেদিন কথায় তোলে ছন্দ ঈদটা এখন সোস্যাল কাজ--করেত হবে বন্ধ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।